আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় উদ্ধৃতিমালা (তিক্ততাহীন অ-আস্তিকতা ১)



১. আমি ছোটকালে প্রতিরাতে স্রষ্টার কাছে নতুন সাইকেলের জন্য প্রার্থনা করতাম। পরে বুঝলাম স্রষ্টা ওভাবে কাজ করে না, তাই আমি একটা সাইকেল চুরি করে ক্ষমা চেয়ে প্রার্থনা করলাম। -ইমো ফিলিপস ২. যদি স্রষ্টা থেকেও থাকেন, তাহলে কেউ তাঁর অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করলেও স্রষ্টার বিক্ষুব্ধ হবার মত কোন অস্বস্তিকর অভিমান থাকবে না বলেই আমার মনে হয়। -বার্ট্রান্ড রাসেল ৩. সেই পর্শ্নসমূহকে 'দর্শন' বলে যার উত্তর পাওয়া নাও যেতে পারে। আর সেই উত্তরগুলো 'ধর্ম' দিয়ে থাকে যে বিষয়ে তাকে প্রশ্নই করা যায় না।

-সংগৃহীত ৪. একটা সময়ে মানুষ ঈশ্বরে বিশ্বাসী ছিলো এবং চার্চের হাতে সকল ক্ষমতা ছিলো। সে সময়টাকে আমরা 'অন্ধকারের যুগ' বলি। -রিচার্ড লেডারার ৫. ধর্ম সহ অথবা ছাড়া, ভালো লোকেরা ভালো কাজ আর খারাপ লোকেরা খারাপ কাজ করে। কিন্তু ভালো লোক দিয়ে খারাপ কাজ করাতে ধর্মের প্রয়োজন। -স্টিভেন ওয়াইনবার্গ ৬. 'অপ্রমানিত' যে কোন কিছুই প্রমান-এর অভাবের কারনেই অগ্রাহ্য করা যায়।

-ক্রিস্টোফার হিচেন্স ৭. "অদৃশ্যমান" কিছু এবং "অনুপস্হিত" কিছু দেখতে প্রায় একই রকম। -ডেলোস ম্যাকন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.