আমাদের কথা খুঁজে নিন

   

মিশরীয় রোজা ও বাংলাদেশী রোজা।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
রমজানের বিকেলের নিলের পারের কায়রোর এক ব্যাস্ত রাস্তার দৃশ্যঃ ক) বিশেষ পার্থক্যঃ- ১) তারাবীর নামাজ। (আমাদের দেশে সাধারণত ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হয়ে থাকে, আর মিশরে সাধারণত ৮ রাকাত নামাজ আদায় করা হয়। কিছু কিছু মসজিদে ২০ রাকাতও আদায় করা হয়। আর এই পার্থক্যের কারণ খুবই স্পষ্ট।

কারণ, আমাদের দেশে ঈমাম আবু হানিফার মাঝহাব এবং মিশরে ঈমাম শফেয়ী র. এর মাঝহাব ফলো করা হয়। ) ২) তেলাওয়াতে পার্থক্যঃ- (আমাদের দেশে ২০ রাকাত আদায় করতে যে সময় লাগে, মিশরে ৮ রাকাত নামাজ আদায় করতে প্রায় তার তিন গুন লাগে, মিশরে সুরা তারাবি নাই বললেই চলে। ) ৩) শ্রেষ্ঠ তেলাওয়াতের দেশ মিশর। (আপনি যদি তারাবীর নামাজের সময় কায়রো শহড়ে বের হন, আপনার মনে অন্যরকম এক অনূভূতির সৃষ্টি হবে। মসজীদের উচুউচু মিনার থেকে সুন্দর সুন্দর তেলাওয়াত আপনার কানে পৌছে আপনাকে মুগ্ধ করে দিবে।

রমজান মাসে মিশরের নামকরা ক্বারিগন ছুটে যান ইউরুপ আমেরিকাতে আর মিশরের গ্রামের ক্বারিগণ ছুটে আসেন শহড়ে। চারিদিকের তেলাওয়াত শুনে আপনার মনে হবে সবাই একজনের চেয়ে আরেকজন সুন্দর করে তেলাওয়াত করার প্রতিযোগিতায় নেমেছে। আমাদের দেশে সাধারণত দেখা যায় দ্রুত নামাজ শেষ করার প্রতিযোগিতা। ) ৪) কিয়ামুল্লাইল বা তাহাজ্জুতের নামাজ। (রমজানমাসে মিশরের মসজীদ সমুহ ফজর পর্যন্ত খোলা থাকে।

তারাবির পর আবার গভীর রাতে মসজিদ ভরে উঠে তাহাজ্জুত নামাজের জন্য। ২০ রোজার পরথেকে তাহাজ্জুতের জামাত শুরু হয়। সাধারণত রাত ২টা থেকে শুরু হয় এই নামাজ। অনেক মসজিদেই তাহাজ্জুতের নামাজেও একটি নতুন কুরআন খতম করা হয়। ) ------- খ) অন্যান্য পার্থক্যঃ ১) যেখানে বিকেল বেলা ঢাকা শহড়ে জ্যাম বৃদ্দি পেতে থাকে সেখানে কায়রোতে উল্টো, দুপুরের পর থেকে শহড় ফাকা হতে থাকে।

২) দ্রব্যমুল্যের উর্ধগতির কারণে বাংলাদেশে অনেকে রমজান মাসকেই কটাক্য করে থাকে। কিন্তু মিশরে রমজান মাসে মার্কেটে মার্কেটে ডিসকাউন্ট দেয়ার প্রতিযোগিতায় নেমে যায়। ৩) পান্জেগানা নামাজে নামাজীর সংখা লক্ষনীয় ভাবে বেরে যায়। প্রত্যেক নামাজের শেষে মুসল্লিগন কিছুক্ষন মসজিদে অবস্থান করেন। ৪) অনেক সাধারন মুসল্লিকে দেখা যায় যারা এই মাসে কুরআন হেফজ করতে বেশ মনোনিবেস করেন।

৫) সাধারণ সাহায্যের পরিমান বহুগুনে বেরে যায়। কিছু কিছু গড়িব অভাবিদের বিকেল বেলা রাস্তার পাশে বাগানে কিংবা খালি কোন স্থানে বসে থাকতে দেখা যায়। আর তাদের খুজে বের করে তাদের হাতে কিছু হাদীয়া পৌছেদিতে অনেক কেই দেখা যায় গাড়ি নিয়ে এদিক ওদিক ছুটছেন। রমজানমাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের ডিসকাউন্টের দলিল। এটা আমাদের দেশের জনগনকে অবহিত করা প্রয়োজন।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.