আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়ায় ৭ মিশরীয় খ্রিস্টানকে হত্যা

লিবিয়ার পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র উপকূলে সাত মিশরীয় খ্রিস্টানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিজ অ্যাপার্টমেন্ট থেকে তাদের অপহরণ করার পর হত্যা করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বেনগাজির পশ্চিমাঞ্চল থেকে তাদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই অঞ্চলে প্রায়ই গুপ্তহত্যা, অপহরণ ও গাড়িবোমা হামলার ঘটনা ঘটে।

সেখানে ইসলামপন্থী অস্ত্রধারীরা সক্রিয় বলেও জানান তিনি।

তিনি বলেন, নিহতদের মাথায় গুলি করে মৃত্যুদণ্ড দেওয়ার স্টাইলে হত্যা করা হয়েছে। তবে কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি বলেও জানান তিনি।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেননি। গতমাসে রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে ওই সমুদ্রতীর থেকে একশ কিলোমিটার দূরে আরেকটি উপকূলে একজন ব্রিটিশ পুরুষ ও নিউজিল্যান্ডের এক নারীকে একইভাবে হত্যা করা হয়।

লিবিয়ার পশ্চিমাঞ্চলে উগ্রবাদী ইসলামপন্থী দল আনসার আল-শারিয়া সক্রিয়। আনসার আল-শারিয়ার বেনগাজি শাখা ওয়াশিংটনের বিদেশি সন্ত্রাসী দলের তালিকাভুক্ত। ২০১২ সালের বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলার জন্য তাদের দায়ী করা হয়।   সূত্র: রয়টার্স।



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.