আমাদের কথা খুঁজে নিন

   

মিশরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে আল কায়েদার হামলার ঘোষণা



মিশরের সেনা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র হামলার ডাক দিয়েছে আল কায়েদার একটি গুরুত্বপূর্ণ শাখা সংগঠন। শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানোর পরও দেশটির ইসলামি দলগুলোর উপর সেনাবাহিনী রক্তক্ষয়ী গণহত্যা চালিয়েছে বলে এ আহবান জানায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদা। শনিবার ইন্টারনেটে প্রকাশিত এক অডিও বার্তায় এ আহবান জানায় সংগঠনটি। ধারণা করা হচ্ছে, আল কায়েদার এ শাখাটি মিশরের সিনাই উপত্যকা ভিত্তিক হতে পারে। তবে আরবি ভাষার ওই অডিও বার্তায় ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লিভেন্ট (আইএসআইএল) নামের একটি সংগঠনের কথা বলা আছে।

ওই অডিও বার্তায় আল কায়েদার ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লিভেন্ট (আইএসআইএল) এর মুখপাত্র আবু মোহাম্মেদ আল-আদনানি বলেন, “যারা নাস্তিকতা, মুরতাদি ও কুফুরির কথা বলে, যারা ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় তাদের আল্লাহর দ্বীন ইসলামে কোন অধিকার নেই। এইসব মিশরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে জরুরি লড়াইয়ের ডাক দাও। ” আদনানি আরো বলেন, “যারা আল্লাহর বিধিবিধানকে গ্রহণ করতে এবং সেকুলারিজমের নীতি ও মানব রচিত বিধানকে বিসর্জন দেয়ার কঠোর সংগ্রামে মরণপণ বাধা দেয় সেইসব সেনাবাহিনীর অনুসারী ছাড়া আর কিছু নয় মিশরীয় সেনাবাহিনী। ” জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এ পর্যন্ত সিনাই ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো বেশ কয়েকটি হামলা চালায়। এসব হামলায় অনেক নিরাপত্তা কর্মকর্তা ও সদস্য নিহত হন।

তবে মুসলিম ব্রাদারহুড সম্প্রতি সহিংস বিক্ষোভ করলেও কোন জঙ্গি তৎপরতার সঙ্গে কোনরকম সম্পর্ক নেই বলে জানিয়ে দিয়েছে। এমনকি সিনাই ভিত্তিক ইসলামি জঙ্গি গ্রুপগুলোর সঙ্গেও তাদের কোন সম্পর্কের কথা অস্বীকার করেছে মিশরের অন্যতম প্রধান এই রাজনৈতিক দলটি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.