আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এর চাকরি আর বেকার সমস্যা (৩)

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

১ম পোস্ট Click This Link ২য় পোস্ট Click This Link আমি এমন ও দেখছি বা দেখেছি কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে সদ্য পাশ করা ছাত্র বা ছাত্রীরা ৪০০০ থেকে ৫০০০ বা ৬০০০ তাকা সম্মানি তে চাকরি শুরু করে দিয়েছে। অথচ তাদের আশা ছিল আরও বেশি সম্মানি। হয়ত চাকরির প্রথমেই এত টাকা পাবে না কিন্তু তাই বলে এত কম তো হওয়ার কথা না। খুব নামকরা এক প্রতিষ্ঠান এ ইন্টারভিউ দেয়ার পর যখন সম্মানি এর কথা আসে তখন আমি চুপসে গিয়েছিলাম। আমাকে তারা ৫০০০ টাকা সম্মানি দিবে ।

তাও আবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা নাগাদ করতে হবে। আমি কিছু না বলে চলে এসেছিলাম । কারণ আমি যা চেয়েছি তা তারা পারবে না দিতে । আমদের দেশ এ যত প্রতিষ্ঠান আছে তাদের সবসময় চিন্তা থাকে যত খুশি খাটানো যায় একটা লোককে ততই ভাল । কিন্তু পয়সা কম দাও ।

সে চাকরি ছেড়ে গেলে আরও মানুষ আছে । তাদের কে নিব। এমন মানসিকতার লোক এখন এই দেশ এ অনেক । এটা একটা প্রতিষ্ঠান এর জন্য কল্যাণ বয়ে আনে না । তারপর ও এই অবস্থার উন্নতি হয় না ।

জানি না কেন এটা বদল হয় না!!! বি বি এ তে আমার সাথে পড়েছে এমন কিছু স্টুডেন্ট ছিল যারা খুব কম গ্রেড নিয়ে বের হয়েও এখন খুব ভাল অবস্থায় আছে । শুনতে খারাপ লাগলেও এটাই এখন বাস্তব । এমন কি আমার এক পরিচিত ব্যাচমেট ৩য় বছরে যাওয়ার আগেই জিপি তে চাকরি হয়ে যায় !!! অথচ যারা ভাল গ্রেড নিয়ে বের হয়েছিল তাদের বেশির ভাগ এখনও ভাল অবস্থায় যেতে পারে নাই বা অনেকে আছে এখনও বেকার। এটা শুধু আমার ব্যাচ এর না। অন্য সব ব্যাচ এই আছে ।

যত দিন যাচ্ছে এটা আরও প্রকট হচ্ছে। একটা কথা চাকরির ক্ষেত্রে খুব প্রচলিত কথা । মামার জোড়। এটা কেউ বিস্বাস করুক আর না করুক এটাই এখন বাস্তবতা । মামার জোড় ছাড়া যেমন চাকরি হয় না তেমনি প্রমোশনও হয় না ।

একটা বৈষ্যমতা রয়ে যাচ্ছে দিন এর পর দিন । যাদের সুযোগ পাওয়ার কথা তারা না পেয়ে পাচ্ছে অন্যরা। আবার অনেকের কপাল গুণে পেয়ে যাচ্ছে । এটা বিস্বাস করতেই হবে । আমার সারা জীবনের একটা স্বপ্ন ছিল।

কিন্তু আমার সেই সুযোগ তিরে এসে ডুবে গিয়েছিল যা আমাকে খুব হতাশ করেছিল । চলবে .....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.