আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এর চাকরি আর বেকার সমস্যা (২)

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

গত সংখ্যায় Click This Link নিয়ে বলেছিলাম। তারই ধারাবাহিকতায় এর ২ য় পোস্ট দিলাম । আমরা বাঙ্গালীরা একটু বেশি হুযুগ প্রিয় জাতি । কিছু একটা পেলেই তার পিছনে ছুটি। এটা আমরা কোনদিনও কমাতে পারব না বরং আস্তে আস্তে তা বাড়েছে আরও বাড়বে ।

আমি যখন প্রথম বি বি এ তে ভর্তি হই তখন সি এস ই আর প্রকৌশলীদের চাহিদা খানিকটা কম ছিল । লোকজন তাই দেদারসে বি বি এ তে ভর্তি হতে থাকল । এতে করে দেখা গেল শুধু বি বি এ থেকেই একটা ইউনিভার্সিটি অনেক ছাত্র / ছাত্রী পেয়ে যাচ্ছে। চাহিদা অনেক থাকাতে । এমন ও দেখেছি, সবার মুখেই বি বি এ আর এম বি এ তে পড়ার ইচ্ছা।

গ্রাম থেকে কেউ আসলে তারাও বি বি এ পড়তে চয়!!! কিন্তু এটা পড়ে কি হবে বা এর ভবিষ্যত কি সেটা কেউ জানে না । কি আজব বেপার!!! আস্তে আস্তে সময় যত গড়াতে থাকল ততই ছাত্র আর ছাত্রী বাড়তে থাকল। কিন্তু চাকরি??? হ্যা, এবার আসি সেই বেপারে। এত এত বি বি এ আর এম বি এ বের হতে থাকল কিন্তু সেই তুলনায় চাকরি খুব কম । চাহিদা যত তাতে সেই রকম চাকরি পাওয়া যাচ্ছে না ।

এখন এর ভয়াবহতা আরও বেশি হচ্ছে । বর্তমান এ দেখা যাচ্ছে এখন বি বি এ আর এম বি এ না করে সি এস ই আর প্রকৌশলীদের ভাল বাজার তৈরি হয়েছে । বিশেষ করে এখন কম্পিউটার এর উপর বাড়তি জোর দেয়া হচ্ছে । এটা আসলেই অনেক বড় বেপার আমাদের দেশ এর জন্য । আমি এও দেখেছি যে বি বি এ পড়ে কেউ কেউ ওয়েবসাইট ডিজাইন অথবা গ্রাফিকস এর কাজ শিখছে ।

কেউ কেউ অফিস খুলে বসেছে । অনলাইনে এ কাজ করছে । এবার চাকরি এর প্রসঙ্গে আসি । আমার এক বড় ভাই জীববিদ্যয় স্নাতকত্তর শেষ করে এখন ব্যাংক এর চাকরি করছে । যদিও সে ১ম শ্রেণী পাওয়া ছাত্র ।

তারপর ও ভিন্ন বিশয় এ পড়ে ব্যাংক এ চাকরি!!! ব্যাংক এ আগে এরকম ভিন্ন বিষয় পড়েও কাজ করার সুযোগ ছিল তাই সে পেরেছে । এখন ব্যাংক এটা তুলে দিয়েছি তাই এখন আর কেউ এভাবে ঢুকতে পারে না। চলবে ....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.