আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের প্রথম সবাক চলচিত্র "মুখ ও মুখোশ" সম্পর্কিত কিছু তথ্য



চলচিত্রের নামঃ মুখ ও মুখোশ রচনা ও পরিচালনাঃ আব্দুল জব্বার খান প্রযোজনাঃ নুরুজ্জামান, শহীদুল আলম পরিবেশনাঃ ইকবাল ফিল্মস অভিনয় শিল্পীঃ কিউ এম জামান পূর্নিমা সেন ইনাম আহমেদ জহরত আরা নাজমা আলী মনসুর আব্দুল জব্বার খান কাজী খালেক সফিউদ্দিন সংগীতঃ সমর দাস চিত্রগ্রাহকঃ কিউ এম জামান মেকআপ ম্যানঃ শ্যামবাবু (কলকাতা) ভাষাঃ বাংলা সময়ঃ ৯৯ মিনিট বাজেটঃ ৬৪০০০ টাকা মহরত অনুষ্ঠানঃ ৬ আগস্ট ১৯৫৪, ঢাকার শাহবাগ হোটেল; উদ্বোধন করেন তৎকালীন গভর্ণর ইস্কান্দার মির্জ। ছবি মুক্তির সময়কালঃ ৩ আগস্ট ১৯৫৬, বেলা ৩.০০ টায়; উদ্বোধন করেন গভর্ণর শেরে বাংলা এ কে ফজলুল হক। ১৯৫৩ সালে ছবির পরিচালক আব্দুল জব্বার খান "ডাকাত" নামে একটি নাটক লেখেন, পরবর্তীতে এটিকেই চলচিত্রে রূপ দেয়া হয়।পত্রিকার একটি সংবাদ দেখে নাটকটি লেখা হয়েছিল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.