আমাদের কথা খুঁজে নিন

   

আত্মসমর্পণ করে জামিন পেলেন এম কে আনোয়ার

সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আজ বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খানের আদালতে হাজির হয়ে বিচারক জামিন মঞ্জুর করেন। এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার।

এর আগে গত ৫ মে পল্টন ও গুলিস্তানে হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় বায়তুল মোকাররমে বইয়ের দোকানে আগুন দেয়া হয়, যাতে পুড়ে যায় কয়েকশ কোরআন শরিফ। এই ঘটনায় পল্টন থানা পুলিশ উস্কানি দেয়ার অভিযোগে এম কে আনোয়ারের বিরুদ্ধে একটি জিডি করে। পরে সেটি তথ্য প্রযুক্তি আইনের মামলায় রূপান্তর করা হয়। ওই মামলাতেই আত্মসমর্পণ করে জামিন নিলেন সংসদ সদস্য এম কে আনোয়ার।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।