আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ডের সহজ আত্মসমর্পণ

"বাউল মানুষ"

নিউজিল্যান্ডের সহজ আত্মসমর্পণ Mon, Oct 11th, 2010 9:07 am ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কাছে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে সহজেই আত্মসমর্পণ করল নিউজিল্যান্ড। হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। তখনো হাতে ছিল ৬০ বল। প্রথমে ব্যট করে রস টেলরের হার না মানা অর্ধ-শতকের সুবাদে নিউজিল্যান্ড করে ১৭৩। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি তারা।

খেলেছে মাত্র ৪২ ওভার ৫ বল। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে এটি বাংলাদেশের পরপর দ্বিতীয় জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর দুই খেলায় জিতেছিল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস (৭৩) ও ইমরুল কায়েসের (৫০) ১২৭ রানের জুটি দলকে জয়ের ভিত গড়ে দেয়। এরপর রকিবুল হাসান (১৮) ও অধিনায়ক সাকিব আল হাসান (১৩) নিরাপদেই দলকে পৌঁছে দেন জয়ের কাক্সিক্ষত ঠিকানায়।

অপরাজিত থাকেন দু'জনই। এরআগে ১৫৯ রানের মাথায় জুনায়েদ সিদ্দিকী সাজঘরে ফিরে যান ১৪ রান করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.