আমাদের কথা খুঁজে নিন

   

কোম্পানীগঞ্জের মেধাবী ছাত্রী এ্যানির সহযোগিতায় ‘আলহাজ্ব সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন’



অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব -এ ‘সমাজের বিত্তবানদের সহযোগিতা চান মেধাবী ছাত্রী এ্যানি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরীব মেধাবী ছাত্রী শাকিলা আক্তার এ্যানির পড়ালেখার সহযোগিতায় এবার এগিয়ে এসেছে কোম্পানীগঞ্জ উপজেলার আলহাজ্ব সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমোরিকা প্রবাসী মোহাম্মদ কাজল এ্যানির পড়ালেখা খরচের জন্য প্রতিমাসে দুই হাজার টাকা করে অনুদান প্রদান করার ঘোষণা দিয়েছেন। তিনি নোয়াখালী ওয়েবকে বলেন, শাকিলা আক্তার এ্যানি যতো দিন পড়া লেখা করতে চায়, তিনি তাকে সহযোগিতা করে যাবেন। নোয়াখালী ওয়েব’র পৃষ্ঠপোষক সমাজসেবক আমেরিকা প্রবাসী মোহাম্মদ কাজল আরও বলেন, কোম্পানীগঞ্জের কোন গরীব মেধাবী অর্থের অভাবে উচ্চশিক্ষা নিতে পারেবে না, তা কখনোই হতে পারে না। আলহাজ্ব সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যই হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত এবং গরীব মেধাবীদের সাহায্য সহযোগিতা করা।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষা ও সামাজিক উন্নয়নে অনন্য অবদান রেখে আসছে অরাজনৈতিক সংগঠন ‘আলহাজ্ব সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন’। জানাগেছে, এ ফাউন্ডেশনের অধীনে প্রতিবছর বৃহত্তর নোয়াখালীর শত শত ছাত্রছাত্রীকে শিক্ষা বৃত্তি দিয়ে উৎসাহিত করে নজির সৃষ্টি করে আসছে। এছাড়া গরীব মেয়ের বিয়ে, ছেলেদের খৎনা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে আর্থিক সহায়তা করে সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ ফাউন্ডেশনের অধীনে পরিচালিত ‘বসুরহাট একাডেমী’র ছাত্রছাত্রীরা প্রতিবছর বিভিন্ন পরীক্ষায় উপজেলার মধ্যে প্রথমস্থান অধিকার করে আসছে। অন্যদিকে ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে উত্তর পশ্চিম চরকাঁকড়া গ্রামে (কামলার পুল সংলগ্ন) প্রতিষ্ঠা করা হয়েছে অত্যাধুনিক ‘বায়তুন নাজাত জামে মসজিদ কমপ্লেক্স’।

মনোরম পরিবেশে প্রত্যন্ত গ্রামের লোকজন দুর-দুরান্ত থেকে এসে এ মসজিদে নামাজ আদায় করেন। মসজিদটি পরিচালনার দায়িত্বও পালন করছে এ ফাউন্ডেশন। প্রসঙ্গত; এর আগে নোয়াখালী ওয়েব -এ সংবাদটি পড়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী এ্যানির জন্য ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। যা কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে। এ্যানিকে বছরে ২৪ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণায় আলহাজ্ব সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমোরিকা প্রবাসী মোহাম্মদ কাজলকে অভিনন্দন জানিয়েছেন ইউএনও মোহাম্মদ আমজাদ হোসেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.