আমাদের কথা খুঁজে নিন

   

বোকা বোকা ভাবনা ৭



যা চেয়েছি তার কিছুটা পেয়েছি, মানে পাবার পথে আছি অবশ্য। কিন্তু এই পাওয়াটার জন্য নিজেকে যতটুকু অপেক্ষায় থাকতে হচ্ছে তা যেনো অনেকটাই বিরক্তিকর। অপেক্ষা যে কেনো সবসময় বিরক্তিকর হয়! যখন আমি প্রাণ ভরে চেয়েছি প্রার্থনা করেছি সামান্যতম কোন ইশারার, তখন পাইনি কোন সাড়া। আর যখন আমি নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছি তখনই কি সাড়া দিতে হয়! এ কেমন ভালোবাসা? আমি ছিলাম যখন পুরোটুকু উদ্দাম, তখনই কি টেনে ধরতে হয় রাশ? আমি তো ভাবিনি কিছুই তোমাকে না ভেবে! তবে কেনো মিছে এই যন্ত্রণামুখর দিন? তুমি তো গিয়েছিলে চলে তবে কেন আবার ফিরে এলে? এলেই যদি তবে কেনো মনে এতো দ্বিধা? কেনো বলতে গেলে বাজে? আমি তো তোমার প্রতীক্ষাতে থেকেছি এতটা দিন! আজ যে আমি নিজেই দ্বিধা বিভক্ত। চাই আমি আজ এর সব শেষ দেখতে। কেনো আমাকে ভাবাচ্ছো এভাবে। আমি যে বড় এলোমেলো ভাবি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।