আমাদের কথা খুঁজে নিন

   

চালকবিহীন পরিবহন নাভিয়া

চালকবিহীন গণপরিবহন শুরু করার উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। এ জন্য একটি গাড়ির নমুনাও তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে নাভিয়া।
 
প্রযুক্তি বিষয়ক সাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের ইনডাক্ট টেকনোলজির সাহায্যে তৈরি বৈদ্যুতিক গাড়িটি চালক ছাড়াই আটজন যাত্রী নিয়ে চলতে পারবে।
 
নির্মাতারা জানিয়েছেন, এ রকম একটি গাড়িতে টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে, যাতে বিভিন্ন রুট প্রদর্শিত হবে।

যাত্রীরা গাড়িতে ওঠার পর টাচস্ক্রিনের সাহায্যে গন্তব্যস্থল নির্ধারণ করতে পারবেন। গাড়িটি জনবহুল রাস্তায় প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে চলবে। গাড়িটি স্টেরিওস্কোপিক অপটিকাল ক্যামেরার সঙ্গে চারটি লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং ইউনিট ব্যবহার করে চারপাশের একটি ত্রিমাত্রিক ম্যাপ তৈরি করবে।
 
এভাবেই গাড়িটি সামনের প্রতিবন্ধকতা এড়াতে সক্ষম হবে এবং নিজস্ব লেনে থাকবে। সব রুট অতিক্রম করার পর গাড়িটি আবার স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্টেশনে ফেরত আসবে।

 
গাড়িটি চলাচলের জন্য কোনো আলাদা রাস্তা বা লাইনের প্রয়োজন পড়বে না। এটি সাধারণ রাস্তাতেই চলাচল করতে পারবে বলে নির্মাতারা জানিয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.