আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের চালকবিহীন গাড়ি

জীবনটাই লাইফ হয়ে গেল

ইন্টারেনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের প্রকৌশলীরা চালকবিহীন একটি গাড়ির কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন। গত রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন সড়কে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চলে। গুগলের সফটওয়্যার প্রকৌশলী সেবাস্টিয়ান ট্রুন বলেন, অন্য যানবাহন দেখার জন্য গাড়িটির ছাদে কয়েকটি ভিডিও ক্যামেরা, রাডার সেন্সর ও লেজার রশ্মির ফাইন্ডার রয়েছে। কোন কোন পথ দিয়ে এটি যাবে, তা আগে থেকেই প্রোগ্রাম করা ছিল। সে অনুযায়ী গাড়িটি চলেছে।

তিনি জানান, গাড়িটি এরই মধ্যে এক লাখ ৪০ হাজার মাইল পথ অতিক্রম করেছে। পেছন থেকে একটি ট্রাফিক লাইটকে গুঁতো মারা ছাড়া গাড়িটি আর কোনো দুর্ঘটনা ঘটায়নি এখন পর্যন্ত। ট্রুন তাঁর ব্লগে বলেন, সড়কে মানুষের চলাচল নিরাপদ করাই তাঁদের এই প্রকল্পের প্রধান লক্ষ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিশ্বে প্রতিবছর ১২ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই সংখ্যা যদি অর্ধেকে নামিয়ে আনা যায় তবেই এই প্রচেষ্টা সফল হবে।

এ জন্য চালকবিহীন এই গাড়ি তৈরি করা হয়েছে। গুগল আশা করছে, গাড়িটি একসময় যানজট কমাতে ও দুর্ঘটনা রোধে সহায়তা করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।