আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে সরকার



‘গণতন্ত্রের গলা টিপে হত্যার সব ব্যবস্থাই করেছে সরকার’ এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণেই গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে হোটেল ভিক্টরিয়ায় যুবদল আয়োজিত ৭ম রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে ফখরুল আরো বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচনের যে প্রক্রিয়া ছিলো তা তারা নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করেছে। তাই গণতন্ত্রের সঙ্কট দেখা গিয়েছে। মির্জা ফখরুল বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা।

এ সময় আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তিনি আরো বলেন, ক্ষমতাসীনদের ইচ্ছেমতো নির্বাচন জনগণ মেনে নেবে না। তারা নিজেদের মতো করে যে নির্বাচন করার যে পরিকল্পনা নিয়েছে তা জনগণ মেনে নেবে না। সংবিধান পরিবর্তনও মেনে নেয়নি, নেবেও না। ফখরুল বলেন, আজ দেশে যে বন্ধ্যাত্ব চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে।

এ থেকে বেরিয়ে আসার জন্যই জিয়াউর রহমান নির্দেশিত পথ অনুসরণ করতে হবে। জিয়াই রাজনৈতিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এ প্রশিক্ষণের উদ্দেশ্য ছিলো রাজনৈতিক কর্মীদের রাজনীতি, রাষ্ট্র, বিশ্বায়ন, ইতিহাসের সম্যক ধারণা দেওয়া। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে নানা চক্রান্ত চলছে অভিযোগ করে ফখরুল বলেন, জিয়াউর রহমানের বিরুদ্ধেই আজ নানা অপপ্রচার ও কুৎসিত কথা বলা হচ্ছে। এসময় যুব সমাজই আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার আওতায় এ পর্যন্ত ৪১৫ জন যুবনেতাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আরো ৭৫ জন যুবনেতা এ প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সেক্রেটারি সাইফুল আলম নীরবসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা। ***আরো মজার মজার খবর পড়তে এখানে ক্লিক করুন *** Related keywords: bangla news paper , bangla news papers , bengali news paper , bangladeshi news paper , bangladesh news bangla , daily bangla news paper , news paper , bangla news , bd news paper

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।