আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষণিকের পথিক ।



দুই দিনের দুনিয়ায় ক্ষণিকের এক পথিক রাত পোহালেই চলে যেতে হবে তবে কেন এই মারামারি কেন এই হিংসা কেন এই ঘাত প্রতিঘাতের নিষ্ঠুর খেলা ? রাত পোহালেই সময় শেষ তোমার হে পথিক সেই কথা কি তুমি জান ,তারপর ও কেন এমন অমানুষিক খেলা খেলতে চাও । সাড়ে তিন হাত জায়গা যে তোমার জন্য বরাদ্ধ কেন তুমি মিছে মিছি বেশী জায়গা চাও । অতি পাবার লোভে তুমি অন্ধ হয়ে গেছ মনের কলেবরে তোমার দাগ পড়ে গেছে যে দাগ শতবার নিদাগ করলেও শেষ হবে না । দুই দিনের দুনিয়ার জন্য এত শ্রম পরের জনমের জন্য কতটুকু করেছ ? হায়রে পথিক দুইদিনের দুনিয়ার জন্য নিজের সবটুকু নিংরে দিয়েছ পর জনমের কোন খবর নেই , হে পথিক তুমি পথ হারিয়েছ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।