আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষণিকের অনুভূতি, ক্ষণিকের কান্না

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। স্বজন, সহযোগি, মানুষের লাশ... কেবল লাশের সারি লম্বা হচ্ছে। সাভারে রানা প্লাজায় যে ঘটনা ঘটলো, সেটি আজই এবং একামাত্র ঘটনা নয়। এর আগেও সাভারে গার্মেন্ট শ্রমিকদের হত্যা করা হযেছে, এভাবে ভবন ধ্বসে, আগুনে পুড়িয়ে।

ওদের রক্ত , ঘাম পুড়িয়ে ডলার কামই করার ফন্দি করি আমরা। কিন্তু জীবন গুলো যে অকাতরে চলে যাচ্ছে, তার কোনো বিচার হয় না। হবেও না। এটা হলফ করে বলতে পারি, এ সব মানুষের জন্য আমাদের সবারই ক্ষণিকের অনুভূতি, ক্ষণিকের কান্না। তারপর সবাই নিজের মত ধান্ধা ফিকিরে ব্যস্ত।

অসহায় আমি তাই আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন মানুষগুলোর সহায় হন, মরহুমদের জন্য নাজাত ও তাদের পরিবারকে ধৈর্য্য ধারণ করে সামনে এগুনোর তৌফিক দিন, আহতদের সুস্থ করে দিন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।