আমাদের কথা খুঁজে নিন

   

কাকের উদাহরণ

দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!

দু দিন আগে বাসার সামনে এক কাকের বাচ্চা পরে গেল, দেখলাম দুটা কাক বাচ্চাটা কে ঘিরে চিৎকার করে যাচ্ছে, কেও আসলে তাকে ঠোকর মারছে, কিছুক্ষন পর একজন এসে বাচ্চাটা কে একটু উচু জায়গায় রেখে দিল, কিন্তু কিছুক্ষন পর আবার সেটা মাটিতে পরে গেল। এবার এক বেজি বাচ্চাটা কে ধরে নিয়ে গেল। দুদিন ধরে কাক দুটা ওখানেই ঘুরছে। বাচ্চাটার আশায়।কি মমতা তাদের। আর মানুষ সমাজে মা তার নিজের বাচ্চাকে মেরে ফেলছে, একে অপরে ক্ষতি করতে পিছপা হচ্ছে না, বিপদে সাহায্য করতে চায় না। তাহলে আমারা কি কাকের চাইতেও নিচে নেমে যাচ্ছি? জানি এগুলো গৎ বাধা কথা, কিন্তু কবে আমারা শিখব??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।