আমাদের কথা খুঁজে নিন

   

পার্থক্য



একটি একটি দৃশ্যকল্প। একটি একটি বিন্দু। তাই দিয়ে চিত্রনাট্য কিংবা জীবন। তাই দিয়ে সাগর। একজন ভাল আর একজন খারাপ।

আপাত ভাবে তা কিন্তু ক্লাশরুমে বুঝা মুশকিল। কেননা, দুজনেই ক্লাশরুমে শিক্ষকের প্রতি মনোযোগী। পার্থক্যটা হয় অবসর সময়ে, ক্লাশরুমের বাইরে। তখন ভাল ছাত্রটা দিবি্য পড়ালিখা করছে, আর যিনি বাউন্ডুলে তিনি ঘন্টা পিটাচ্ছে, না হয় টিভি দেখছে। শিল্পির ছোট্ট ছোট্ট তুলির আচরে ক্যানভাস ফুটে উঠে।

জীবনের প্রতি মুহুর্তের আচরনেই নির্ধারিত হয় প্রতিটি `আমি`। তাইবুঝি বিধাতার হিসেবের বইয়ে দৃশ্যবন্দী হয় সবকিছুই। চিত্র পরিচালক যেমন একটা ডিটেইলের মাধ্যমে ফুটিয়ে তুলে দৃশ্যকে, তেমনি কোন এক অসচেতন মুহূর্তের আচরনেই অবলোকে প্রকাশ করি এই জীবনকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।