আমাদের কথা খুঁজে নিন

   

পার্থক্য!

(গল্পের পেছনের গল্প: তবে আমি অন্য সামী ভাই কে খুঁজছি। যিনি একটা অনেক বড় ভাবনাকেও খুব অল্প শব্দে বলে ফলেতে পারনে। ব্লগার শ্রাবণ জলের এরকম একটি কমেন্ট পেয়ে গল্পটি লেখা। জানিনা, তার ইচ্ছে পূরন করতে পারলাম কি না। } ১. দোকানে টানানো চমৎকার শার্টটি দেখার পর শাওনের মনে হলো শার্টটি তার পেতে হবে।

সে দোকানে ঢুকে দাম জিজ্ঞেস করলো। এক হাজার টাকা! তার পকেটে যে অতো টাকা নাই! বিষন্ন মনে দোকান থেকে বের হয়ে আসল সে। এক বছর পরের ঘটনা। সেই একই দোকানে আবার। খুঁজতে খুঁজতে সে একইরকম আরেকটি শার্ট পেয়ে গেল।

পকেটেও এবার টাকা আছে। শার্টটি কিনে নিতে তার বিন্দুমাত্র সমস্যা হল না। ২. কলেজের প্রথম দিন শাওন মেয়েটিকে দেখলো এবং প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গেল। দীর্ঘ এক বছর অনুশীলনের পর যেদিন সে সাহস সঞ্চয় করলো এবং মেয়েটিকে তার মনের কথাটি জানাতে গেল, তখন হঠাৎ তার চোখে পড়ল, মেয়েটির মাথায় সিঁদুর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।