আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: গন্তব্যহীন পথিক



গন্তব্যহীন পথিক -এম জসীম শুধু হাঁটছি গন্তব্যহীন জাগতিক নেশায় আরো দূরে .. কত দূরে সুখের বাড়ি ? অনবরত হাঁটছি পৃথিবীর পথে লোভাতুর জিহ্বা আর রঙ বদলানো চোখ নিয়ে হাঁটছি অতৃপ্তির ক্ষুধা নিয়ে ঘরের খোঁজে আরেক ঘরে। হাঁটছি আরো সুদৃঢ় জীবনের খোঁজে হাঁটাই আমার একমাত্র নেশা অথচ জানা হয়নি প্রতিটি পদেক্ষেপেই আমার ঠিকানা নিহিত ছিলো এখানে-ওখানে অথবা যেখানেই হোক আমি অর্বাচিনভাবে ঘুরছি কেবল পথে-প্রান্তরে, ল্ক্ষ্যহীন গন্তব্যে । হয়তো এমনই সবাই ; আমরা যারা মানুষ! নাহ! সবাই কি আর আমার মতো? হয়তো বেশীরভাগ মানুষই এমন অবিদ্যার সরাবে থাকে বুদ। সুখের বসতবাটি কত দূরে ? কত ব্যবধানে থাকে ? আকাশ আর মাটি যত দূরে নাকি, আমি আর ঈশ্বর যত দূরে তত ! সাধ্য কি এই দূরত্ব জানার মানুষের শুধু হাঁটছি অবিরাম, অসুখী বাতাস গায়ে জড়িয়ে অতৃপ্তির অসুখ নিয়ে আমি হাঁটছি ... ৫.৮.২০১০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.