আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়কের চেয়ে জরুরি রাজনৈতিক স্থিতিশীলতার আলোচনা: ইনু

তিনি বলেছেন, “এখন অনেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কথা বলছেন। কিন্তু ৯০ এর পর থেকে সবকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হলেও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি।
“এ বিষয়টি নিয়ে আলোচনা জরুরি। নির্বাচনের পর কিভাবে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে সেটা নিয়েও কথা বলা জরুরি। ”
বৃহস্পতিবার সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে ‘সংবাদ মাধ্যমের বীক্ষণে সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।


সংবিধানের পঞ্চদশ সংশোধনে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ার পর তা পুনর্বহালে আন্দোলন করছে বিএনপি।
তবে সেই দাবি মানতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, অনির্বাচিত কাউকে ক্ষমতা দেবে না তারা।
ইনু বলেন, “আমরা একটি উত্তরণ পর্বের মধ্য দিয়ে চলছি। এখন রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। এই সময়ে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কার পক্ষে থাকবেন।

সন্ত্রাস-জঙ্গিবাদ-তেঁতুল হুজুরের পক্ষে, নাকি যারা এর বিরুদ্ধে কাজ করছে তাদের পক্ষে। ”
আইন প্রণয়নে বিরোধী দলের ভূমিকা নিয়ে ইনু বলেন, “এই সংসদে ২৫৭টি আইন প্রণীত হয়েছে। প্রত্যেকটি আইন সংসদীয় কমিটি মতামত নিয়েই পাস করা হয়েছে। বিরোধী দলের সদস্যরাও সেখানে মতামত-সম্মতি দিয়েছেন। কিন্তু সংসদে যখনই থেকেছেন দলের নির্দেশে বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।


বেসরকারি সংস্থা এমআরডিআই’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারদলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, জাসদের শাহ জিকরুল আহমেদ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.