আমাদের কথা খুঁজে নিন

   

আপুর দু* দুটো প্যাকেট করে দে

শান্তিনগর এ quantum foundation blood bank যান. ভাল support পাবেন দিবাগত রাতে NTV দেখছিলাম কয়েকজন বসে শুয়ে । উপার বাংলার অনুষ্ঠান মিরাক্কেলের আদলে একটি অনুষ্ঠান প্রচার করছে তারা । একজন প্রতিযোগী কৌতুক বলল শুনে হাসলাম না তবে শুনতে ভালো লাগল পাশের জন হাসল । বিচারকরাও হাসল । পরেরটাই দেখি কেও হাসল না আমার হাসিতো আসল না উল্টো চিন্তিত হয়ে পরলাম ।

কৌতুকটা ছিল এইরকম ; এক মহিলা গেছে পাড়ার দোকানে দুধ কিনতে দোকানদার ফ্রিজ থেকে দুধের প্যাকেট বের করে দিল । প্যাকেটগুলো ঠাণ্ডা বলে মহিলাটি দোকানদারকে বলল আরেকটা প্যাকেট দিতে তো দোকানদার বলল দোকানের ছেলেটিকে ওই আপার দুধ দুটো প্যাকেট করে দে । বিচারকের আসনে বসা ছিল আব্দুল কাদের , আমিন খান , তুষার খান ও অভিনেত্রী নিপুণ । প্রতিযোগী তার পারফর্মেন্স শেষ করার পর এক বিচারকের তার কৌতুকগুলো এতো ভালো লাগল যে তিনি নাকি ভাষা হারিয়ে ফেলেছেন কি বলবে। আসলেই তিনি ভাষা হারিয়ে ফেলেছেন তিনি আর কিছুই বলতে পারেন নাই।

চিন্তার বিষয় আস্তে আস্তে কোথায় যাচ্ছে আমাদের রক্ষণশীল সমাজ ব্যবস্তা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।