আমাদের কথা খুঁজে নিন

   

আপুর বিয়ের রম্য

বোধি লাভ এর অপেক্ষায় হঠাৎ আজকে কেন জানি অকারনে আমার আপুর বিয়ের ৭ দিন আগের কথা মনে পরলো! আপুর বিয়ে অনেকটা '' উঠ ছেরি তোর বিয়ে'' টাইপ। মানে এই ৭ দিনের কথা কথি তেই বিয়ে। তো যা হোক, ঐ ৭ দিন আগে আমি বা আপু কেউ ই নিশ্চিত না যে বিয়ে হতে যাচ্ছে। ছেলে দেখা আছে তাও কেন যেন অনিশ্চিত সবকিছু। বলা যায় আপু ই ইতস্তত ছিল।

তো এমন এক মজার অনিশ্চয়তা নিয়ে আমি আর আপু ঘুমাতে গেলাম। এখানে উল্লেখযোগ্য বিষয় যে আমরা ঠিক সে সময়েই আমাদের বাসা বদল করছিলাম। আর সে কারনে সে দিন আমি আর আপু ফ্লোরে বিছানা পেতে ঘুমালাম। পরদিন ভোর সকাল বেলা কি কারনে যেন আমাকে ঘুম থেকে তুলে দিতে চাইলো কিন্তু আমি না উঠে ওর রাগ বাড়িয়েই যাচ্ছি। এক পর্যায়ে সে আমাকে অপমান (!) করেই যাচ্ছে যে ঘুম আমাকে ডুবাবে ইত্যাদি ইত্যাদি।

পরে এক পর্যায়ে আমরা আবার ঘুম! (উক্ত পরিস্থিতিতে আমি আধো আধো ঘুমন্ত ছিলাম, যার কারনে আমার প্রতিউত্তর কম ছিল) এর পরে হঠাৎ , আপুর চিৎকার! আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। পাশ ফিরে দেখি আপুর মাথার উপর বরাবর আপুর দিকে মুখ করে একটা বিড়াল তাকিয়ে ম্যাও ম্যাও করছে। এর জন্য সে বিদঘুটে চিৎকার দিয়ে আমার ঘুম নস্ট করল। বিড়াল টা আমার সটাং হয়ে উঠার ফলে ভয় পেয়ে পালায় গেলো। কিন্তু আপু অস্থির মনের ভয়ের ফলে আমার উপর রাগ ঝাড়তে ঝাড়তে বল্‌ল ''তোমার সাথে আমি আর কখনোও ঘুমাবোনা''।

এবং সত্যি ই সেই ৭ দিন বাসা বদলের ঝামেলা আপুর বিয়ের ঝামেলা সব মিলিয়ে ওর সাথে আর এক সাথে ঘুমানোর সুযোগ হয়নি। বিয়ের পর আমি ওকে বলেছি ''দেখলা কেমন মিলে গেল তোমার কথা'' তখন ওর চেহারার অবস্থা দেখার মত ছিল এখন আপু আর ভাইয়া অস্ট্রেলিয়ায়, গত আড়াই বছর সামনা সামনি দেখা নাই। ওদের ৩ বছর এর ছেলে আছে। ২ দিন আগে ওর জন্মদিন ও ছিল। এখন হঠাৎ এই ছোট ঘটনা মনে পড়ায় ব্লগে শেয়ার করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।