আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্নের খোঁজে

mrchy_84@yahoo.com

পূর্বাকাশে সূর্যটা দেখে ভাবি হয়ত দেখব আজ নতুন কোন সৃষ্টি কিন্তু পশ্চিমের কোণে লাল আভা ধারণ করা সূর্যটি তা বলে না ভাবনার আকাশে তাই আজ মেঘের ঘনঘটা পরিলক্ষিত ঝড়ের পূর্বাভাস কিন্তু তা ও হয়ত ক্ষণস্থায়ী বারে বারে জানতে চাই অজানা কিছু জবাব জানি না সব প্রশ্নের উত্তর এ জীবনে আর জানা হবে কিনা তবুও খুঁজি সেই না পাওয়া জবাবের কোন সদূত্তর কে যে দিবে তার উত্তর তাই তো মোর অজানা শীতের প্রকপে আর কত মানুষ ফুটপাতে দিনাতিপাত করবে এক মুঠো ভাতের জন্য শিশুর আর্তনাদ, অবশেষে ঘুমিয়ে পরা চিকিৎসার অভাবে হাসপাতালের বেডে কাতরানো কোন সন্তান অসহায় মা কেবলি চেয়ে চেয়েই কি তা দেখবে? পেনসনের টাকা তুলতে আর কত দ্বার করতে হবে অতিক্রম টেন্ডার জমা দিতে গিয়ে হতে হবে লাশ কোন দরখাস্ত পাশ করাতে দিতে হবে অজাচিত উপঢৌকন সোনার হরিণ সেই চাকরির জন্য দিতে হবে মোটা কোন খাম জুতো চুরির দায়ে গনপিটুনিতে মারা যায় ছিঁছকে কোন চোর কিন্তু কলমের চুরির অপরাধ, সে যেন হয়ে পড়েছে মামলী নির্বিচারে শোষণ সে যেন কোন অপরাধ নয় অপরাধ তখনি যখন কেবলি অন্যায় না মেনে হয় তার প্রতিবাদ ঋণে জর্জরিত কোন কৃষকের ভিটে মাটি বিষর্জণ আর ভূমিদস্যূর নিলর্জ ভয়ংকর অট্টহাসি দেশ দাঁবড়িয়ে বেড়ানো হায়না শকুনের নিলিপ্ত চাহনি আর কতকাল করতে হবে সহ্য বখাটের উৎপাতে আর কত তরুণী বেছে নিবে আত্নহননের পথ মাদকের থাবায় অকালেই ঝড়ে যেতে দেখতে হবে টগবগে যুবক অস্ত্রের ঝনঝনানিতে মুখরিত যেন ক্যাম্পাস দলীয় অগ্রাসনের প্রতিযোগিতাই যেন সারাদেশ বিনা বিচারে দিতে হবে আর কত প্রাণ আর কত রক্ত দিলে শান্ত হবে তুমি, মা আর কত তবে এই কি স্বাধীনতা? এত আত্নত্যাগের এই কি ছিল বিনিময়? রাবার বুলেটের আঘাতে আর কত শরীরের ক্ষত হতে হবে আর কত প্রাণ স্তব্দ হতে হবে নিরবে নিভ্রিতে আর কত রমণীকে বিধবার বেশে দেখে তুমি হবে ক্ষান্ত মায়ের বুকে শুন্যতার উন্মেষ ঘটানোই কি ছিল তোমার লক্ষ্যে খুব কি চেয়েছি বেশী হয়ত বা, হয়ত বা না তবু আজও স্বপ্ন দেখি একদিন ঠিকই এর উত্তর মিলবেই দেখা হবে কি না কে জানে তবে উত্তর একদিন ঠিকই মিলবে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।