আমাদের কথা খুঁজে নিন

   

আমার তালতলা পুকুর

মানুষ চাই.....সতিকারের মানুষ খুঁজছি....
আমাদের বরিশালের বাড়ির সামনেই তাল তলা পুকুর। সুবিশাল এই তাল গাছটির জন্য এই নামকরন করা হয়েছে, যা এখন অতীত হতে চলেছে। এই পুকুরটি অবশ্য আমাদের না, তারপরও এই পুকুরের সাথে কতো যে স্মৃতি জড়িত ! খুব ছোট বেলায় এই পুকুরে ডুবতে ডুবতে বেঁচে গেছি, যে গল্প মা এখনও বলে। শৈশব-কৈসর পুকুরে ঘন্টার পর ঘন্টা ডুবিয়ে কাটিয়েছি লাঠি দিয়ে পিটিয়ে পুকুর থেতে উঠানো লাগতো। কত জোত্স্না রাত বিদ্যুত না থাকলে পুকুর ঘাটে গল্প করে কাটিয়েছি।

আজ সেই পুকুর টোপাপানা ময়লা আবর্জনায় ভর্তি। যেখানে সারাদিন মানুষ গোসল করতে আসতো সেখানে এখন কেউ এসে দাঁড়ায় না। শান বাঁধানো ঘাটতো সেই ভেঙ্গে গেছে বহুদিন হলো। পুকুরটির দুই পাশে আরও দুইটি পুকুর ছিলো, দুইটিই ভরাট করে ফেলা হয়েছে, একটি ভরাট করে হচ্ছে বহুতল ভবন। একদিন এলাকার এক সাংবাদিক বিবিসির জন্য কি একটা রিপোর্ট করতে এসেছিলেন।

বললেন, শহরে পুকুর ভরাট নাকি আইনে নিষেধ আছে। আমি বললাম, যারা পুকুর ভরাট করে বহুতল ভবন করছেন তারাই তো আইনের হত্তা-কত্তা-বিধাতা। আমি বলে কোনো লাভ আছে? শুধু শুধু তাদের বিরুদ্ধে বলে আমি কেনো প্রতিবেশীর শত্রু হতে যাবো? আপনি সাংবাদিক আপনি রিপোর্ট করুন, এটা আপনার কাজ আমার না। পরে অবশ্য ভাবলাম, কথাটা কি ঠিক বললাম ?
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।