আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: সফল কবিতা বেঁচে থাকে অন্ধদের দয়ায়

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
সফল কবিরা কি তবে বেঁচে থাকে অন্ধদের দয়ায়? পাঠকেরা যদিও দুএকটি ফুল খুঁজে পায় সৌখিন গৃহিনীরা আগাছাকে কিনে নিয়ে বারান্দা সাজিয়ে ফেলে, শেকড় বাকড়ে ড্রইং রুম সাজায় দোকানী যে মুখস্ত কবির নাম বলে তা জন্মদিনের কার্ডে লিখে দিলে তরুণের প্রেমের কাজ চলে যায় হকারকে জিজ্ঞেস করে ভাল সাহিত্য পত্রিকা কিনে নিলে সাবএডিটরের কলামকেই ওরা কবিতা বলে - উচ্চ নম্বর পেতে এখান থেকে কতগুলো কাঁটার ডাল পরীক্ষার্থীরাও টুকে রাখে নোট খাতায় দুরদর্শনে অভিনেত্রীদের সাক্ষাৎকারে ভাল লাগার সনদ পেলে শুকনো দুর্বাঘাসের ডগা খুঁজতে শাহবাগের দোকানে ভীড় জমে ব্যস্ত বুদ্ধিজীবিরা বিশেষণের প্যাকেট খুলে এখানে ওখানে কিছু গল্প লিখে দিলে বাকিরা হাত তালি দেয় অন্যদের ডেকে দেখিয়ে দেয় অকবিরা প্রার্থনা করে যাতে পৃথিবীতে অন্ধ বেড়ে যায়, শুধু থাকে কানে কানে কথা বলা পাখি, পিছন ফিরে বসে থাকা চেয়ার মোটা চশমাপরা সমালোচক যাতে কুড়িয়ে পাওয়া পঁচা থ্যাঁৎলানো ডালটাও উত্তীর্ণ কবিতা হয়ে যায় ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.