আমাদের কথা খুঁজে নিন

   

বোতলের নৌকায় সাগর পার



সম্প্রতি সাড়ে ১২ হাজার খালি প্লাস্টিকের বোতল দিয়ে বানানো নৌকা চালিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছে ৬ জনের একটি দল। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়ে শেষ হয়েছে তাদের ১৫ হাজার কিলোমিটারের এই দীর্ঘ যাত্রা। আর অদ্ভুতুড়ে এই নৌকার নাম ছিলো ‘প্লাস্টিকি’। খবর বিবিসি অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, প্লাস্টিক বর্জ্যরে কারণে পরিবেশ দূষণ বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই এই নৌযাত্রার আয়োজন করা হয়েছিলো। এই দীর্ঘ পথ পাড়ি দিতে নাবিকদের মোট ৪ মাস সময় লেগেছে বলেই জানা গেছে। অটোমারান জাতীয় এই নৌকায় রিসাইকেলযোগ্য বোতলকে জৈব আঠা দিয়ে জোড়া লাগিয়ে বানানো হয়েছে। প্লাস্টিক বোতল ছাড়াও এতে ব্যবহৃত হয়েছে সোলার প্যানেল, এবং উইন্ড টারবাইন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.