আমাদের কথা খুঁজে নিন

   

একটি বোতলের আত্ম-কাহিনী ১

আমার স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ ওমা......এ কোথায় আসলাম আবার সেই দানব গুলোর চেহারা দেখতে হবে সেটা কল্পনাও করিনি। কি শব্দ? কি ঝাঁঝ আমার তো দম বন্ধ হয়ে আসছে......কাশতে কাশতে বলতে লাগলো একটা পুরোন পানির বোতল............ হঠাৎ পাশ থেকে কান্নার আওয়াজ...শুনে ঘুরে তাকিয়ে দেখে নতুন বোতলের ভিড়...সে মনে মনে চিন্তা করে এদের সাথেও কি এমনটা হবে আমার সাথে যা হয়েছিল??? তখন সে বলে উঠল তোমরা কাঁদছ কেন? কি হয়েছে? একটা বাচ্চা বোতল বলল আমদের মা বাবা কোথায়? ও তোমাদের মা বাবা...ওরা তো ওই দানব গুলো। বাচ্চা বোতলঃ মানে কি? আমাদের বাবা মা কে আপনি দানব বলছেন কেন? পুরোন পানির বোতলঃ আরে ওই মেশিন গুলই তোমাদের মা আর বাবা হচ্ছে বিদ্যুৎ যা মাঝে মাঝে আসে এসে আবার চলে যায়। তোমরা তাকে কখনো দেখবেনা। বাচ্চা বোতলঃ ও তো আপনি কে? পুরোন পানির বোতলঃ আমি তোমাদের ভবিষ্যত।

তোমরা তো আজ ই পৃথিবীতে এলে। এইরকম আমিও কয়েক মাস আগে এসেছিলাম। এসে আমিও তোমাদের মতই কেদেছিলাম কিন্তু তখন আমি কাউকেই পাইনি..কেউ এমন সান্ত্বনাও দেয়নি। বাচ্চা বোতলঃ ও ও ও তাহলে আপনার এমন অবস্থা হল কি ভাবে? এমন কাটা ছেঁড়া চেহারা...থেতলানো মুখ। বিচ্ছিরি গন্ধ।

কে করলো আপনার এই অবস্থা... ?? পুরোন পানির বোতলঃ সে অনেক কথা। আমি জন্মাবার পর আমিও তোমাদের মত এমন সুন্দর ছিলাম। কিন্তু কিছুদিন পর আমাকে নিয়ে গেল এক কারখানায়,অনেকদিন এক বস্তার ভিতর বন্দি ছিলাম আমার ভাই বোনদের সাথে...একদিন এক লোক এসে আমাদের নিয়ে গেল এক মেশিনের কাছে সেখানে আমাদের গোসল না করিয়েই কিছু রং মিশ্রিত পানি আমার ভিতর ঢুকিয়ে দিলো। তা দেখে আমি তো মহা খুশী...... আমাকে দেখতে আরো সুন্দর লাগছে। আমাকে তারা খুব ভালো করে সাজিয়ে দিলো।

কিছু রঙ বেরং এর ছবি লাগিয়ে দিলো। তারপর আরেকটা বাক্সে পুরে ট্রাকে করে নিয়ে গেলো একটা নির্জন যায়গায়. আগামী পর্বটা খুব তাড়াতাড়ি ই পোষ্ট করব.। । । সেই পর্যন্ত অনেক ধন্যবাদ.।

.। .। ভালো থাকবেন.। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.