আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে হরতালকারীদের সঙ্গে পুলিশের গো

বিরোধী দলের ডাকা চলমান সহিংস অবরোধ ও হরতালে এবার সিরাজগঞ্জে প্রাণ গেল এক শিশুর। বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ওই শিশুর মৃত্যু হয়। তার নাম সুমন (১২)। কুমিল্লায় পেট্রল বোমায় দগ্ধ হয়েছে বাকপ্রতিবন্ধী এক ট্রাক হেলপার। এদিকে অবরোধের মধ্যে গতকাল সারা দেশে হরতাল পালন করেছে জামায়াতে ইসলাম। বিরোধী দলের এসব কর্মসূচিকে ঘিরে সারা দেশে মহাসড়কে পেট্রল ও টায়ারে আগুন দিয়ে ও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। অগি্নসংযোগ করা হয় রেললাইনে। ঘটেছে ককটেল বিস্ফোরণ। অবরোধে রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা অনেকটা বন্ধ হয়ে গেছে। সহিংস কর্মসূচিতে সারা দেশে প্রায় স্থবির হয়ে পড়েছে। গতকাল ফেনীতে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। কেরানীগঞ্জ ৩ বাসে ও ফরিদপুরে ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে জালিয়ে দিয়েছে বিএনপি। বিভিন্ন স্থানে পুলিশ গুলি চালিয়েছে। এতে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। পুলিশ শতাধিক ব্যক্তিকে আটক করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বিচ্ছিন্ন রাজধানী : রাজধানীতে রেললাইনে অগি্নসংযোগ, ককটেল বিস্ফোরণ, বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে রাজধানীতে কেটেছে জামায়াতের হরতাল ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধ। এদিকে হরতাল এবং অবরোধে সহিংসতার মাত্রা দেখে চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন রাজধানীবাসী। এ ছাড়া সম্প্রতি জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পরোয়ানা কারাগারে পেঁৗছার পর জামায়াত-শিবিরের সহিংসতার মাত্রা বাড়তে পারে এমন আশঙ্কায় জরুরি প্রয়োজন ব্যতীত নগরবাসী ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন। তবে সহিংসতা ঠেকাতে পুলিশ-র্যাব ও বিজিবির তৎপরতা রয়েছে মহাসড়কে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসি (মিডিয়া) আবু ইউসুফ জানান, ১৮ দল কর্তৃক আহূত অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৮ জনকে গ্রেফতার এবং ৯ জনকে সাজা প্রদান করা হয়েছে। যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ককটেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে জহির আহমেদ (২৮), আবদুল আলীম (১৮), রনি (২৫), সোলায়মান মাহমুদ (২৮) এবং মীর হোসাইনকে (৩০) গ্রেফতার করা হয়। এদের মধ্যে তিনজনকে এক বছর এবং দুজনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গুলশানের ডিসিসি মার্কেটের সামনে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপের ঘটনায় শাহীনুর নামে এক গৃহকর্মীকে গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখার আহমেদ চৌধুরী তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। এ ছাড়া খিলগাঁও থানায় ৩ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডিতে ৪টি ককটেল বিস্ফোরণ ও একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ধানমন্ডির ২৭ নম্বরে স্টেট ইউনিভার্সিটির সামনে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পিকেটাররা। তারা মৈত্রী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টার দিকে পল্টন মোড়ে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ১৮ দলের নেতা-কর্মীরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির সোবহানবাগে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিবির কর্মীরা পুলিশের পিকআপ ভ্যানে আগুন দেওয়াসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর আগে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ককটেল নিক্ষেপ ও ভাঙচুর চালিয়েছে বিরোধীদলীয় নেতা-কর্মীরা। ভোর ৬টার দিকে তেজগাঁও এলাকায় রেললাইনের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে রেল অবরোধের চেষ্টা করে পিকেটাররা। সকাল সাড়ে ৭টার দিকে সায়েদাবাদ পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ মিছিল করে শিবির কর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আশরাফুল ইসলাম নামে এক শিবির কর্মীর ডান পায়ে গুলি লাগে। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই সময় ঘটনাস্থল থেকে আশরাফুলসহ ৮ শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

সিরাজগঞ্জ গোলাগুলিতে প্রাণ গেল শিশুর : হরতাল চলাকালে বেলা ১১টার দিকে জামায়াত-বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিরাজগঞ্জ-বহুলী-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলী বাজারে জড়ো হয়। তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পেঁৗছলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে জামায়াত-বিএনপি কর্মীরা দুই দিক থেকে পুলিশের হামলা করলে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল, গুলি বর্ষণ করে। এ সময় স্কুল ছাত্র সুমন বহুলী বাজারের সেলুন থেকে চুল কেটে বাড়ি যাওয়ার পথে গলায় গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুমনের বাড়ি সদর উপজেলার বহুলী গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন। তিনি রাজমিস্ত্রীর কাজ করেন। সুমন স্থানীয় ছাবি্বশা বহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। এদিকে ওই সংঘর্ষে অনন্ত ৪০ জন আহত হয়। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ মতিন নামে একজনকে আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম দাবি করেছেন, পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। কেননা পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলেও রাইফেল ব্যবহার করেনি। জামায়াত-বিএনপির পিকেটারদের গুলিতে ওই শিশু মারা গেছে।

কুমিল্লায় পেট্রল বোমায় দগ্ধ প্রতিবন্ধী ট্রাক হেলপার : দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়ায় একটি পণ্যবাহী ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ট্রাক চালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আবদুর রহমান (৪৭) ও হেলপার একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাকপ্রতিবন্ধী মজিবুর রহমান (৩৮)। কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল জানান, মজিবুরের শ্বাসনালিসহ শরীরের ৩০% আগুনে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হবে।

চট্টগ্রাম : অবরোধ চলাকালে রবিবার গভীর রাত থেকে গতকাল দিনভর বন্দরনগরী চট্টগ্রাম ছিল উত্তপ্ত। নগরী ও জেলার বিভিন্ন স্থানে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় চার পুলিশ সদস্যসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। এ সময় ১৬ জনকে আটক করা হয়েছে বলে সিএমপি সূত্রে জানা গেছে। রাজশাহী : সকালে শালবাগান ও সোনাদীঘি এলাকায় পুলিশের সঙ্গে হরতাল-অবরোধকারীদের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। কাঠের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে ছাত্রদল ও শিবির কর্মীদের সঙ্গে এ সংঘর্ষ হয়।

মনোহরদীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগি্নসংযোগ : নরসিংদীর মনোহরদীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. আবদুর রউফ সরদারের বাড়িতে অগি্নসংযোগ করেছে দুর্বৃত্তরা। ডা. আবদুর রউফ সরদার কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক এবং অগ্রণী ব্যাংকের পরিচালক। রউফ সরদারের দাবি, চলমান রাজনৈতিক অস্থিরতার অংশ হিসেবেই বিএনপি-জামায়াতের লোকজন রাতের অাঁধারে এই আগুন দিয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিযোগ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমানের মদদে বিএনপি-জামায়াত এ কাজ করেছে। তবে বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করে মনোহরদী থানার ওসি সাইদুর রহমান।

সাতক্ষীরা : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রাজ্জাক গোলদারে মুদির দোকানে পেট্রল দিয়ে জালিয়ে দিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। পিরোজপুর : মঠবাড়িয়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মী এবং পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। পুলিশ প্রায় শতাধিত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষপ করেছে। নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে দাবি করেছে যুবদল নেতারা। ফেনী : সকাল ১০টায় শহরের খাজুরিয়া এলাকায় পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ ও একটি গাড়ি ভাঙচুর করে শিবির কর্মীরা। রংপুর : সদর হাসপাতালের সামনে আওয়ামী লীগের হরতাল ও অবরোধ বিরোধী মিছিল লক্ষ্য করে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে ৭ জন আহত হয়। সকালে প্রেসক্লাবের সামনেও ১টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। জামালপুর : সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ রেল পথের গাবতলী এলাকায় রেল লাইনে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে রেলপথ অবরোধ করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে অবরোধকারীদের নাশকতা ঠেকাতে গিয়ে হামলায় দুই আনসার সদস্য আহত হয়েছেন। তাদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জের রাজৈন্দ্রপুরে গ্যারেজে রাখা ৩টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ফরিদপুর : চণ্ডীপুর এলাকায় একটি সবজি বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। যশোর থেকে সবজি নিয়ে ঢাকায় যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দেয়। রাজবাড়ী : নতুন বাজার এলাকায় রবিবার দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। গাইবান্ধা : ফায়ারসার্ভিস মোড়ে গতকাল সকালে হরতালকারীরা কমপক্ষে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বাধে। নওগাঁ : রানীনগরে হরতালের সমর্থনে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ নয়জনকে আটক করে। মৌলভীবাজার : অবরোধ ও হরতালকারীরা টায়ারে আগুন দিয়ে, গাছ ও ইট ফেলে রাস্তা অবরোধ করে দুপুর ২টা পর্যন্ত ৫টি স্থানে ১০টি গাড়ি ভাঙচুর করেছে। দিনাজপুর : হরতাল চলাকালে পুলিশের ধাওয়া ও আওয়ামী লীগ-যুবলীগের হামলায় প্রতিবন্ধীসহ ১০ হরতাল সমর্থক আহত হয়েছে। নোয়াখালী : নোয়াখালীতে টায়ারে আগুন, সড়ক অবরোধ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণসহ বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে হরতাল পালিত হয়েছে। ভোলা : শহরের রিজার্ভ পুকুর পাড় এলাকার একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি ওই বোমা উদ্ধার করেছে পুলিশ। বরিশাল : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি না মানা পর্যন্ত বিএনপি তথা ১৮ দল কর্মীরা ঘরে ফিরে যাবে না বলে ঘোষণা দিয়েছে বরিশাল বিএনপি নেতারা। এদিকে জামায়াত, বিএনপি ও ছাত্রদল পৃথক ভাবে হরতাল পালন করেছে। মানিকগঞ্জ : হরতাল চলাকালে ৩টি উপজেলা নির্বাচন অফিস লক্ষ্য করে ককটেল নিক্ষেপসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নির্বাচন কর্মচারীকে পেটালেন জামায়াত শিবিরি কর্মীরা : বগুড়ার ধুনটে নির্বাচন অফিসের মুদ্রাক্ষরিক (স্টেনোগ্রাফার) জাহিদুর রহমানকে পিটিয়েছেন জামায়াত-শিবির কর্মীরা। এছাড়া আওয়ামী লীগের এক সংসদ সদস্য ও একজন প্রার্থীর বাসার সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। জানা যায়, শেরপুর উপজেলা সদর থেকে ধুনট উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে গতকাল সকাল ৯টার দিকে মুদ্রাক্ষরিক জাহিদুর রহমানকে পেটানো হয়। অন্যদিকে, ধুনট চোকিবাড়ি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সোহরাব আলীকে পশ্চিম ভরনশাই এলাকায় হরতাল ও অবরোধ সমর্থকরা মারধর করেন। জেলা নির্বাচন অফিসার ইউনুচ আলী জানান, জাহিদুর রহমানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথা সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও পিটিআই মোড়ে চার-পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগে রবিবার রাত সাড়ে ১২টার দিকে কলোনি এলাকায় বগুড়া-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নানের বাসার সামনে ককটেলের বিস্ফোরণ হয়। একই সময়ে শহরের রহমাননগরে বগুড়া-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নুর বাসভবনের সামনেও ককটেল নিক্ষেপ করা হয়। রাতে চারমাথা ও এরুলিয়া এলাকায় তিনটি গাড়ির গ্লাস ভাঙচুর ও দুটি ট্রাকে অগি্নসংযোগ করেন হরতাল ও অবরোধ সমর্থকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে। সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বেশ দূরে ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হননি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.