আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সবাই ছাত্রলীগে যোগ দি!!!!!!!



ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুঃ যোগ্যরা বাদ, শিক্ষক হলেন ছাত্রলীগের তিন নেতা-আহমেদ জায়িফ যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিনটি বিভাগে দলীয় পরিচয়ে তিনজনকে শিক্ষক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগ পাওয়া তিনজনই ছাত্রলীগের সাবেক নেতা। তিনটি বিভাগেরই প্রভাষক পদে নিয়োগ কমিটির সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশীদ। নিয়োগ কমিটির সদস্যদের অভিযোগ, তাঁদের আপত্তি সত্ত্বেও সহ-উপাচার্য প্রভাব খাটিয়ে এঁদের নিয়োগের জন্য সুপারিশ করেন। সেই সুপারিশের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁদের নিয়োগ নিশ্চিত করা হয়।

দুলাল চন্দ্র গাইন অঙ্কন ও চিত্রায়ণ (ড্রয়িং অ্যান্ড পেইন্টিং) বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন। ছাত্রজীবনের চারটি পরীক্ষার মধ্যে তিনটিতে তাঁর দ্বিতীয় শ্রেণী। দুলাল চারুকলা অনুষদের ছাত্রলীগের সাবেক সভাপতি। প্রিন্ট মেকিং বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজির হোসেন খান। শিক্ষাজীবনের তিনটিতেই তাঁর দ্বিতীয় শ্রেণী।

তিনিও চারুকলা অনুষদের ছাত্রলীগের সাবেক সভাপতি। অপরজন সীমা ইসলাম গ্রাফিক ডিজাইন বিভাগে নিয়োগ পেয়েছেন। তিনি ছাত্রলীগের রোকেয়া হলের সাবেক সাধারণ সম্পাদক। ড্রয়িং অ্যান্ড পেইন্টিং: সূত্র জানায়, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের চারটি পদে প্রভাষক পদে চাকরির জন্য ৩৫ জন প্রার্থী আবেদন করেন। গত ৫ জুলাই বাছাই কমিটি তাঁদের মৌখিক পরীক্ষা নেয়।

পরে ২৯ জুলাই ছাত্রলীগের চারুকলা অনুষদের সাবেক সভাপতি দুলাল চন্দ্র গাইনকে নিয়োগের ব্যাপারে সুপারিশ করে কমিটি। কমিটিতে বিষয় বিশেষজ্ঞ ছিলেন ওই বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তাফিজুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘যোগ্য একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও নিয়োগ কমিটির সভাপতি সহ-উপাচার্য জোরপূর্বক এই নিয়োগ দিয়েছেন। দুলালের নিয়োগ সম্পূর্ণ দলীয় বিবেচনায় হয়েছে। আমি এই নিয়োগের বিরোধিতা করে আপত্তিপত্রও দিয়েছি।

’ দুলাল চন্দ্র গাইন ১৯৯৭ থেকে ১৯৯৯ চারুকলা অনুষদ ছাত্রলীগের সভাপতি ছিলেন। অনুসন্ধানে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুলাল চন্দ্র কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ময়মনসিংহের নজরুল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে সরাসরি নিয়োগ পান। তখন তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ করে আদলতে রিট করেন আরেকজন প্রার্থী। নিয়োগ কমিটির প্রার্থীর তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, আবেদনের সময় দুলাল নজরুল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করার বিষয়টি উল্লেখ করেননি। এ ছাড়া সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হলে অনুমতি নেওয়ার বিধান আছে।

কিন্তু দুলাল সেটিও করেননি। প্রিন্ট মেকিং: প্রিন্ট মেকিং বিভাগের দুটি প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন করেন ১৫ জন প্রার্থী। তাঁদের মধ্যে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় প্রথম শ্রেণী ছিল দুজনের এবং তিনটি প্রথম শ্রেণী ছিল ছয়জনের। এঁদের মধ্যে সবগুলো প্রথম শ্রেণী পাওয়া একজনকে নিয়োগ দেওয়া হলেও বাকিদের বাদ দিয়ে তিনটি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী পাওয়া নাজির হোসেন খানকে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটিতে বিষয় বিশেষজ্ঞ ছিলেন বিভাগের অধ্যাপক মাহমুদুল হক।

তিনি প্রথম আলোকে বলেন, ‘শুধু দলীয় পরিচয়ে নাজির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের বিষয়ে বিভাগের চেয়ারম্যান ও আমি বিরোধিতা করেছি। এই প্রার্থীকে নিয়োগ দিতেই হবে—সভাপতির এমন মন্তব্যের পর আমরা সভাস্থল ত্যাগ করেছিলাম। ’ গ্রাফিক ডিজাইন: গ্রাফিক ডিজাইন বিভাগের তিনটি প্রভাষক প্রদে নিয়োগের জন্য আবেদন করেন ১৩ জন প্রার্থী। এঁদের মধ্যে সব পরীক্ষায় প্রথম শ্রেণী পাওয়া দুজন প্রার্থীকে বাদ দিয়ে তিনটিতে প্রথম শ্রেণী থাকা সীমা ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে সীমা ইসলামের প্রার্থী বিবরণীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখে রেখেছে, তিনি অসত্য তথ্য ব্যবহার করেছেন। কমিটির সদস্য তাজমেরী এস এ ইসলাম প্রথম আলোকে বলেন, যোগ্য প্রার্থীর ক্ষেত্রে সুপারিশ থাকলেও তা আমলে নেওয়া হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, সহ-উপাচার্য নিয়োগ কমিটির সভাপতি। বিষয়টি তিনিই ভালো জানেন। তাঁর সঙ্গে কথা বললে জানা যাবে।

অভিযোগের বিষয়ে জানতে গত শুক্রবার মুঠোফোনে সহ-উপাচার্য হারুন-অর-রশীদের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য না করে ফোন ধরে তিনি দীর্ঘক্ষণ চুপ থাকেন। গতকাল শনিবার তাঁর দপ্তরে গিয়ে জানা যায়, পাঁচ দিনের ছুটিতে তিনি জর্ডান গেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.