আমাদের কথা খুঁজে নিন

   

পরোটা খাবার পাল্লা..

বাংলাকে ভালোবাসি

আমাদের এল এল. বি শেষ। তার পরও যেনো আমাদের ছেলেমানুষি পিছু ছাড়ে না। তার একটা উৎক্রিষ্ট উদাহরন আপনাদের দিচ্ছি আজ। আমরা ৫ বন্ধু প্রায় সবসময় একসাথে থাকি। ১ জন ছাড়া সবারই বাড়ি আমাদের কুষ্টিয়া শহরেই।

আজ হঠাৎ ঘুরতে ঘুরতে চলে গেলাম মোল্লাতাগোরিয়া। ওখানে ব্রিজের উপর বসে থাকতে থাকতে প্রায় ঝিম ধরার অবস্থা। পাসেই ছিলো বিখ্যাত ভুপেন মামার দোকান । উনার দোকানের পরটা আর মাংশ খুবই মজাদার। কি একটা মনে করে আমি সবাইকে বল্লাম চল আজ আমরা মামার দোকানের পরটা আর মাংশ খাই।

এতে সবাই রাজি হল। সবাই সিদ্ধান্ত নিলাম সন্ধার পর আমরা মামার দোকানে ধুকবো উদর পুর্তি করতে। তাই আমাদের আড্ডা চলতে থাকে। আড্ডার এক থাকে হঠাৎ আমাকে প্রস্তাব করে বসে যে, যদি আমি ৭ টা পরটা মাংশ দিয়ে খেতে পারি তাহলে আমার আর বিল দেওয়া লাগবে না । ( এখানে বলে রাখা ভালো ভুপেন মামার পরটা কুষ্টয়ার অন্য যে কোন পরটার থেকে ২/৩ গুন বড়)।

তাই আমি ওকে বল্লাম যদি ৫ টা হয় তাহলে আমি পারবো। এতেই ও রাজি হয়ে গেলো । একথা শুনে ইউসুফকে রাবভী বল্ল ইউসুফ যদি ১০ টা পরটা আর ২ পেলেট নিহারী খেতে পারে তাহলে ওর বিল রাবভী দিবে। ( আবার বলে রাখা ভাল আমি হচ্ছি অনেক মোটা আর ইউসুফ হচ্ছে তালপাতার সেপাহি)। তারপরও বুজতে পারলাম না ও কি ভাবে ১০ টা পরটা খাবার চ্যালেন্জ গ্রহন করলো?? যাক, খাওয়া শুরু হল মাংশ আর পরটা।

৩.৫ টা পরটা খাবার পর আমার অবস্থা তো ..... সেই রকম। কোন রকম একটা মাইনটেন ডিউ গিলে তবেই রক্ষা। আগামী কাল আমাদের 'তালপাতার সেপাহি' ইউসুফ ১০ টা পরটা আর ২ পেলেট নিহরী খাবে .... হয়তো ও পারবে। কারন, আমি ও সাথে একদি খেয়ে বুঝতে পেরে উঠি নাই ও কিভাবে ওতো খায়, ওর পেটে বা জায়গা টা কোথায়????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.