আমাদের কথা খুঁজে নিন

   

সবার উপরে পরোটা সত্য (ধারাবাহিক কমেডি নাটক) পর্ব-3

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

হাসানভাই- বুঝলি চঞ্চল মেয়েটা যেমন সুন্দরী তেমন মেধাবী তেমন লক্ষী ... জানস জীবনে কোনদিন সেকেন্ড হয়নাই। চ- মেয়েটা কে স্যার? হা- ঐ যে আমাদের দোকানে মোস্তফা স্যার আসে যে উনার মেয়ে চ- অ তাইলে তো ভাল হইবই । স্যার তো খুব ভালো... অন্য কাস্টমাররা মেসিয়ারদের কতো বিচ্ছিরিভাবে ডাকে... উনি কী সুন্দর করে নাম ধরে ডাকেন তারপর জিজ্ঞেস করেন কেমন আছি... মো- হ স্যার লোকটা ভালোই ... হা- চঞ্চল তুই কী মোস্তফা সাহেবে বাসাটা চিনছ? ঐ যে আমার বাসার দুই বাসা পরে.... -হ হ হ বুচ্ছি ...ক্যান? -বাধন চা দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে । মাঝে মাঝে ও হোটেলের পরোটা খায় । তাই ঠিক করলাম ওর যাতে পড়ালেখার ডিসটার্ব না হয় সেজন্য ও ফোন করলে ওর বাসায় তুই পরোটা দিয়ে আসবি।

মো- ক্যান ও ক্যান আমিও তো যাইতে পারি। হা- না তুই না তুই যে বদের বদ কখন কী বিপদ ঘটাছ তার কী কোন ঠিক আছে...চঞ্চল তুই ই যাবি। -ঠিক আছে স্যার। এসময়ই সুন্দরী গার্মেন্টস কর্মী শেফালির গান গাইতে গাইতে আগমন। -সালামালাইকুম আঁছান বাই... -ওয়ালাইকুম কী খবর শেফালি...ফ্যাক্টরির গন্ডগোল মিটা গেছে মনে অয় খুব ফুর্তিেেত আছো... -আঁছান বাই আফনের হোটেলে দুই রেমিও আছে না ! আমারে লইয়া অরা যে কান্ডকারখানা করে তাতে ফুর্তিতে না থাইকা উপায় আছে... এক্কেরে রাজরাণীর লাহান খাতির করে।

-যাও বইসা খাতির লও... মো- শেফালি আকাশের চান্দ হইয়া গেছ না কী? দেহা যায়না দেঞি -নাানান কাজে ব্যস্ত আছি মোশা ভাই... -তুমিও আমারে মোশা কইলা! তোমারে না কতোবার কইছি ... -চরি বেরি চরি...রফ বাই আফনের নাম যে লম্বা -চল বাই কেমুন আছেন -আছি ভালো আছি শেফালি তুমি কেমন আছো বস না আমার কেবিনে। দুটো কথা বলি। মো- এ এ শখ কতো ! কিনা লইছস না কী! “আমার কেবিনে বস না দুটা কতা বলি”... চ- আমি কিনি নাই তো কী হইছে তুই কিনছস না কী.... আ- আরে আফনেরা থামেন আমি কোন কেবিনেই যামু না আমি টেবিলে বইসাই খামু...আফনেরা এক কাজ করেন একজন আমার জন্য পরোটা আর একজন গরুর পায়া নিয়া আসেন। (দুজনই গরুর পায়ার অর্ডার দিয়ে গরুর পায়া নিয়ে আসবে। দুজনই একই সাথে টেবিলে রাখবে।

) শেফালি- আরে পরোটা কই ! আমি কী দুইটা পায়া চাইছি না কী! চল ভাই আফনে যান তো পরোটা নিয়া আসেন। চল পরোটা আনতে যাবে। মো- আমার প্রস্তাবটা কী ভাবছিলা শেফালি... শে- সময় পাই নাইক্যা -কও কী ভাবনেরও সময় নাই! বুচ্ছি তুমি ছল কে পছন্দ কর - চলও আমারে প্রস্তাব দিছে... - কও কী? তাইলে তো পরিষ্কার তুমি ওর প্রস্তাব লইয়া ভাবছ আমার টা লইয়া ভাব নাই! - না রফ বাই আপনেগো কারো প্রস্তাব লইয়া ভাবার সময় পাই নাই। ফ্যক্টরি তে গন্ডগোল চলতাছে টেনশানে আছি। - তাইলে তুমি কইতাছো আমার এখনও আশা আছে? - কওন যায়... চল এর থেইকা কিছু বেশিই আছে... চল একটু হিসাবী।

হিসাবী পোলা আমার পছন্দ না। -কবুল কবুল থুক্কু আলহামদুলিল্লাহ চল এর আগমন...মোশা আর এক দিকে সরে যাবে। -বিয়া শাদী চলতাছে না কী? কবুলের আওয়াজ শোনা যায়... - না চল বাই বিয়া শাদী না ... মোশা ভাইরে কইলাম আমারে একদিন প্যান্টাসি কিংডমে নেয়ার লাইগা তো উনি বললেন কবুল। - কও কী তাই না কী! ওর অবশ্য ভালো টাকা পয়সা হইছে যেভাবে বকশিশ লয় টাইনা টাইনা... -ক্যান বকশিশ কী আপনে নেন না? - হ আমিও লই তয় ওর মত টাইনা খুইজা লই না! -উনি রোজগারও করে খরচও করতে জানে! আফনেরে একদিন কইলাম চলেন মা লঞ্চ থেইকা লঞ্চ কইরা আসি তা আপনি তো কানেই তুললেন না। এইরাম হইলে ঢাহা শহরে প্র্যাম করতারবেন না! - টাকা-পয়সা খরচ করার নাম যদি প্রেম হয় তাইলে এই চঞ্চল জীবনে প্রেমই করবে না।

-ও তাই না কী! এই আপনার শেষ কতা? -হ এটাই ফাইনাল -আফনে আমার এক বিরাট উপকার করলেন ছল ভাই! -এ্যাই তুমি চল কে ছল বললা কেন? -চরি চঞ্চল বাই আমি মিচটেক হইছি... আসি হাসান ভাই - এই চঞ্চল শেফালির বিল কতো? -আমি জানি না মোশা জানে... -এ্যাই মোশা বিল কতো? - স্যার বিল লাগবো না এই বিল আমি দিমু... শে- মোশা ভাই বেরি চুইট লাগলো। দন্যবাদ। চ- (মনে মনে) শালার মোশা এই মাইয়্যা রে বিয়া কর তারপর বুঝবি কতো ধানে কতো চাল। এই রূপ দেইখা এই চঞ্চল একবারই পটছিলো। এইবার শপথ করতাছে আর জীবনে রূপ দেইখা পটবো না! আগে গুণবিচারি তারপর চেহারাচামারি...(চলবে)



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.