আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৪০৮ জনের প্রাণহানি



পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৪০৮ জনের প্রাণহানি হয়েছে। টানা কয়েকদিনের মৌসুমী বৃষ্টিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যায় গৃহহারা হয়েছে হাজার হাজার মানুষ। কর্তৃপক্ষ আটকেপড়া গ্রামবাসীর কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। তিনদিনের ভারি বৃষ্টিপাতের ফলে বিভিন্ন অঞ্চলে নদী উপচে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।

খায়বার-পাখতুনখা প্রদেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওই অঞ্চলের ঘরবাড়ি, সেতু, রাস্তা-ঘাট, স্কুল ও রেললাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক রাজধানী পেশোয়ারে তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার হুসেইন সাংবাদিকদের জানান, "ওই অঞ্চলের সব জেলা হতে প্রাপ্ত প্রাথমিক তথ্যানুযায়ী বন্যায় বুধবার থেকে এ পর্যন্ত ৪০৮ জনের প্রাণহানি হয়েছে। " তিনি আরো বলেন, "মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা এ প্রদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হয়েছি।

" বন্যার তোড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাওশেরা ও চরসাদা শহর এবং পশ্চিমাঞ্চলীয় উপত্যকা সোয়াত। এসব এলাকার সলেন নদী তীরবর্তী বাড়ি-ঘর ও হোটেলগুলো ভেসে গেছে। স্থানীয় অধিবাসী ইমরান খান বলেছেন, "নাওশেরার অর্ধেক এখন পানির নিচে। " তিনি আরো বলেন, "সামরিক হাসপাতালসহ ক্যান্টনমেন্ট এলাকার অনেক ভবনও অর্ধেক ডুবে গেছে। উদ্ধার তৎপরতায় নিয়োজিত সামরিক বাহিনীর কয়েকটি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে আছে।

" উদ্ধার তৎপরতা ও ত্রাণ কাজে নিয়োজিত সেনারা জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে এ পর্যন্ত প্রায় ১৪ হাজার ২৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এক সেনা বিবৃতিতে জানানো হয়, বিমানে করে দুর্গত এলাকায় প্রায় ৫০ টন খাদ্য পাঠানো হয়েছে। প্রাদেশিক তথ্যমন্ত্রী হুসেইন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "প্রদেশগুলোতে এখনই সহায়তা পাঠাতে হবে। "


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.