আমাদের কথা খুঁজে নিন

   

অক্টোবরে বঙ্গবন্ধু কাপের পরিকল্পনা

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, “কয়েকটি দেশের সঙ্গে আমার কথা হয়েছে। আশা করি প্রতিযোগিতাটি আয়োজন করতে পারব। ” কুয়েত, কাতার, বাহরাইন, ইরান, থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল, ভারত ও মিয়ানমারের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বাফুফে সভাপতি। এদের মধ্যে বাংলাদেশ সহ আটটি দলকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা বাফুফের। এই আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে।

এরই মধ্যে কয়েকটি দেশ বাফুফেকে প্রতিযোগিতায় অংশ নেয়ার নিশ্চয়তা দিয়েছে। সালাউদ্দিন কয়েক দিন আগে কুয়েতে গিয়ে দেশটির ফুটবল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তারা খেলতে রাজি হয়েছে। রাজি বাহরাইন, থাইল্যান্ড ও মালয়েশিয়াও। এ মাসের শেষের দিকে মরিশাসে ফিফার কংগ্রেস হবে।

সেখানেই অন্য দেশগুলোর সম্মতি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে সভাপতি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.