আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘদিন পরে বাংলাদেশের সামনে আবারও সন্ত্রাসী হামলার আশংকা দেখা যাচ্ছে।

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে

দীর্ঘদিন পরে বাংলাদেশের সামনে আবারও সন্ত্রাসী হামলার আশংকা দেখা যাচ্ছে। নতুনভাবে সংগঠিত হচ্ছে ভয়ংকর বোমারু সন্ত্রাসীরা।তার প্রমান ঢাকার মিরপুরে একটি মেস থেকে বিপুল পরিমান অস্ত্র গান পাউডার আর বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার।রাজধানীর মিরপুরে শাহ আলী মাজার এলাকায় আজ শুক্রবার একটি মেস থেকে একটি সাব মেশিনগান, গুলিভর্তি পিস্তল, হ্যান্ডগ্রেনেডসহ কয়েক কেজি গান পাউডার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি সাব মেশিনগান, একটি গুলিভর্তি পিস্তল, একটি হ্যান্ডগ্রেনেড, বেশ কিছু গ্রেনেড তৈরির সরঞ্জাম ও কয়েক কেজি গান পাউডার। এ ছাড়া ঘরটি থেকে বেশ কিছু জিহাদি বইও উদ্ধার করা হয়েছে। ভাবতে অবাক লাগে আমরা এ কোন দেশে বাস করছি! গ্যাস লাইটারে গ্যাস ভরার সামান্য পেশার অন্তরালে এমন ভয়ংকর অস্ত্র তৈরির কারখানা--এ দেশের সাধারন মানুষ আসলে কতটূকু নিরাপদ?কি চায় ওরা--বোমা মেরে মানুষ হত্যা করে মানুষের জান মালের ক্ষতি করে দেশের শান্তি শৃংখলা নষ্ট করে ওরা কাদের স্বার্থ উদ্ধার করতে চায়? আমি ধর্মের কথা বলতে চায় না,শুধু এ টূকু বলতে চায়--কোনো হত্যা কখনো কি কোনো শুভ পরিনতি বয়ে আনতে পারে?? যে দেশের শতকরা ৯০জন মানুষ মুসলমান,যে দেশ সাংবিধানিক ভাবে ইসলামী রাষ্ট্র হিসাবে স্বীক্রিত--সে দেশে কি জিহাদের প্রয়োজন আছে?? একজন মুসলমান হয়ে অপর নিপরাধ মুসলমানকে হত্যা করে কোন ধর্ম কায়েম করতে চায় তারা? আমি জানিনা-বুঝিনা, শুধু এ টুকু বুঝি ওরা এ দেশটাকে গোরস্থান বানিয়ে ছাড়বে, জানিনা কতো নীরিহ মানুষের জীবন,জিবিকা নষ্ট হবে। আর তাই সামাজিক ভাবে আমাদেরকেই এই ঘৃন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তা না হলে তাদের অতিত স্লোগানের সত্যতার পথ ধরে সত্যি সত্যিই একদিন হয়তো বাংলা হয়ে যাবে আফগান, আর এখানকার রাজত্ব করবে তালেবান।void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.