আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ শব্দটায় এত এলার্জি থাকলে দেশটার নামও পরিবর্তন করে দিক....

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

বাংলাদেশের মানুষ আর নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিতে পারবে না.. তারা শুধু কাগজে কলমেই কিছুটা বাংলাদেশি থাকতে পারবে। তাও পারতো না, যদি এতদিন ধরে সকল কাগজ কলমে বাংলাদেশি পরিচয় তারা বহন করতো। খবরে প্রকাশ- "আপিল বিভাগ ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে এনেছে। পুনঃস্থাপিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদও। তবে পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র সংশোধনের ঝক্কি-ঝামেলা ও মানুষের দুর্ভোগের কারণ দেখিয়ে নাগরিকত্বের পরিচয় 'বাংলাদেশি' রাখা হয়েছে।" source: prothom-alo (29-July-2010) উল্লেখ্য ঝক্কি-ঝামেলা না থাকলে পুরোপুরি ভাবে আমাদের 'বাংলাদেশি' পরিচয়টা মুছে ফেলা হতো। বাংলাদেশের মানুষ নিজেদের বাংলাদেশি ভাবলে সমস্যাটা কোথায়? পশ্চিম বঙ্গের মানুষও তো বাঙালি... কিন্তু তারা তো নিজেদের ঠিকই ভারতীয় ভাবতে স্বাচ্ছন্দবোধ করে। বাংলাদেশের মানুষ হোক বাঙালী, কিন্তু নিজেদের বাংলাদেশি জাতীয়তায় এমন কী ক্ষতি? আজকে দেশের বাইরে যদি একজন বাংলাদেশের মানুষকে যখন বাঙালি হিসেবে পরিচয় দিতে হবে তখন কতৃপক্ষ তাকে ভারতীয় বাঙালি ভাববে না বাংলাদেশি বাঙালি ভাববে? উল্লেখ্য, বাংলাদেশি বলে কোন কিছুর অস্তত্বই রাখার পক্ষে নয় সরকার... তাহলে বাংলাদেশের কী হবে? বাংলাদেশ শব্দটায় এত এলার্জি থাকলে দেশটার নামও পরিবর্তন করে দিক....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.