আমাদের কথা খুঁজে নিন

   

সাড়া জাগছে সাড়া



এ পাড়া জাগছে ও পাড়া জাগছে জাগছে সকল পাড়া এখানে আলো ওখানে আলো সাড়া জাগছে সাড়া। অবিরত ঝরে বৃষ্টির রেণু ফুল ও ফসল আজ শান্তি! শান্তি! শান্তি! শান্তি! পালাও বরকন্দাজ। জাগছে দোলা ভরছে গোলা চারদিকে সুখ সুখ ভেতরে বাহিরে সুর সাধ শুধু জাগাও আনন্দলোক। তোমাদের চেয়ে আমাদের কাল বহু ভাল ছিল তবু তোমাদের কালে মাথিয়া বেড়ায় শত সহস্র গবু। কী যে বলো হায় তোমাদের কালে চারপাশ ছিল মরু তোমাদের কালে সারা দেশব্যাপী মরেছে মানুষ, গরু। আমাদের কালে হাসিয়া খেলিয়া দিন যায় যেন যীশু এসেছেন ধরাধামে আজ খেলিছে মানব শিশু।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।