আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়া পোস্ট পাঠের প্রতিক্রিয়া!!

নিজের বিষয়ে কিছুই বলিবার নাই

আসসালামু আলাইকুম, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়া আজ কয়েকদিন ধরিয়া বেশ কিছু পোস্ট পাঠ করিবার সৌভাগ্য হইয়াছে। যাহারা বেসরকারির পক্ষে ওকালিত করিতেছেন তাহাদের রচনা স্ববিরোধিতায় পরিপূর্ণ। কেহ-কেহ আবার নিরপেক্ষ সাজিবার এক কিম্ভূত কৌশল ধারণ করিয়া শেষ পর্যন্ত প্রাইভেটের প্রতিই যে তাহাদের সহানূভূতি তাহা গোপন রাখিতে পারেন নাই। এমনি একজন এলেমদার তাহার পোস্টে কহিয়াছেন : প্রথমেই বলে নেয়া উচিৎ, শিক্ষা কোনো পণ্য নয়। না।

এই কথাটা যথার্থ নয়। কারণ আমাদের দেশে বেসরকারি বিশ্বিবদ্যালয় যাহারা প্রতিষ্ঠা করিয়াছে তাহারা শিক্ষাকে পণ্য হিসাবেই বিক্রয় করিতেছে। আর যাহারা সেইখানে যাইতেছে তাহারাও সেইটা এতোদিন মানিয়া লইয়াই যাইতেছে। মনে হইতেছে এতোদিন তাহারা বেহুশ ছিলেন। হঠাৎ সরকারের ভ্যটের ঘোষণায় হুশ ফিরিয়া পাইয়াছেন।

অথচ নিজেদের বিশ্বিদ্যালয়ের কর্তৃপক্ষের টিউশন-ফি সহ অন্যান্য বিষয়ে এই অপোগণ্ডগণ নীরব। সেই বিষয়ে একটুও টু-ফা করিবার সাহস নাই। কিন্তু সরকারের এবং জনগণের সম্পত্তি ভাঙচুরের বিষয়ে তাহাদের দক্ষতা এখন প্রশ্নাতীত। আমার কথা হইতেছে : সরকারের তরফ হইতে পরিবর্তিত যে-চার্জ বৃদ্ধি করা হইয়াছে। সেই বিষয়ে শুধুই সরকারকে দায়ী না-করিয়া বা শুধুই সরকারের বিরুদ্ধে আন্দোলন না-করিয়া যাহারা দেশে উচ্চ শিক্ষার নদ-নদী-সাগরের ধারা প্রবাহিত করিবার মহান ব্রত নিয়াছেন সেই মালিকপক্ষকে আপনার চাপ দিয়া বলুন : উচ্চশিক্ষার জন্য তাহাদেরও কিছু করণীয় রহিয়াছে।

তাহারা তাহাদের কাচামালের দাম একটু কম করিয়া ধরিলেও তেমন-একটা লোকসান হইবে না। কারণ দেশে এখন উচ্চশিক্ষার সার্টিফিকেটের যে-চাহিদা তাহা আলু-পটলের চাহিতে কম নহে। এইটার নাম উচ্চশিক্ষা নহে। ''বিশ্ববিদ্যালয়'' নামক প্রতিষ্ঠান কাহাকে বলিয়া তাকে সেইটা আগে ভালো করিয়া বুঝিবার চেষ্টা করুন। এতোদিন করেন নাই।

কারণ গরু যেমন ঘাস-ভুষি পাইলেই খুশি, তেমনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীগণ শুধু সার্টিফিকেট পাইয়াই নিজেদের ধন্য মনে করিয়া আসিয়াছে। আর কেহ আবার প্রাইভেট -পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পর্ককে পক্ষ -প্রতিপক্ষ নিয়া ক্ষোভ প্রকাশ করিয়াছেন। আর প্রতিপক্ষের কথা বলিতেছেন? এইটা একদিনে হয় নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাহারা পড়াশুনা করিতেছে তাহাদের মেধা না-থাকিলেও নাক উচু স্বভাবটা ভালোভাবেই রহিয়াছে। পিতার টাকার গোমড় দেখাইয়া উহারা এতোদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অকারণে তুচ্ছ-তাচ্ছিল্য করিয়া আসিয়াছে।

আজ সেইটি পাপের ফল হাতে-হাতে মিলিতেছে। আমি মনে করি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমস্যা সমাধানের পথে সেই প্রতিষ্ঠানের মালিকপক্ষের হাতে। এইবার তাহাদের পরীক্ষা দিবার সময় আসিয়াছে যে উচ্চশিক্ষা প্রসারের জন্য তাহারা কতোটুকু আন্তিরক। পরম করুণাময় আমাদিগকে সহজ সরল পথে চলিবার তাওফিক দিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.