আমাদের কথা খুঁজে নিন

   

নিজে লজ্জিত সামুর পক্ষপাতমূলক মডারেশনেঃ নিজেকেই ধিক্কার!!!!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

নিজের উপড় ঘৃনা লাগছে, ব্লগে থাকার জন্য। নিজ নিজ ধর্ম সবার কাছে অনেক বেশী মর্যাদাকর। কোন ধর্মের বিরুদ্ধে বিষেদাগার করা, কোন ধরনের নৈতিকতা??? সামুতে ইদানিং মডারেশনের পক্ষপাতমুলক আচরনে ইসলামকে নিয়ে অনেক বিদ্বেষমূলক পোষ্ট/মন্তব্য/ব্লগারের সংখ্যা বেড়ে গিয়েছে, যদিও সামুর নীতিমালার ৩ঞ ধারাতে লেখা আছেঃ বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে তাহলে এসব থাকে কি করে? সামুর মডারেশন এখন নিজেই প্রশ্নবিদ্ধ। বরাবর ইসলাম বিদ্বেষী পোষ্ট সহজে সামুর মডারেশন এর চোখে পড়ে না, রিপোর্ট করলেও আমলে নেয়া হয়না।

সামুর এই অন্ধ মডারেশনের জন্য প্রতিবাদ রইলো। ঘুম ভাঙ্গান মাননীয় মডারেটর। এই পোষ্টের জন্য ব্যান করলে করতে পারেন, আই ডোন্ট কেয়ার। নিজদের ধারা যদি আপনার ভঙ্গ করেন, তাহলে এই ধারা/নীতিমালাকে মুলার মত ঝুলিয়ে লাভ কি? লিখেদিন, সামুতে যেমন ইচ্ছা তেমনভাবে ইসলামকে বাঁশ দেয়া হয়, তাহলে আমিও মুকুট আর কোনদিন এনিয়ে কথা বলবো না, নিজেই চলে যাব। http://i31.tinypic.com/23mlp9h.png ডিস্ক্লেইমারঃ এই পোষ্টে জামাতি পেইডরা সুযোগ নেবার চেষ্টা করবেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.