আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি নিয়ে লিখব কবিতা

এখনো গেলনা আঁধার...............

এখানে নেই কবিতার মশলা ধু ধু বালিচর, সাগরের জল একটু নোনতা লাগে, কিন্তু তাদিয়ে তো কবিতা হয়না। কে যেন বলেছিল মরুর জোছনা বড়ই সুন্দর অথচ এখনও দেখিনা তা। কবিতা লিখতে তো মাল মশলা প্রয়োজন। কি নিয়ে লিখবো কবিতা? ফিলিপাইনি রমনী নিয়ে কি বাংলাদেশী তরুন কবিতা লিখে? হয়তো লিখে, কিন্তু আমি পারিনা। সার সার ছুটে চলা দামী দামী গাড়ি আর উচু উচু সব দালান কোটা। আর কাজ করেও বেতন না পাওয়া শত শত মুটে মজুর এর দল- এদের নিয়ে তো আর কবিতা হয়না। এখানে তো মিছিল নেই স্লোগান নেই আমি কি নিয়ে লিখব কবিতা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.