আমাদের কথা খুঁজে নিন

   

সকালে উঠিয়া আমি চিল্লায়া চিল্লায়া বলি

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

সকালে উঠিয়া আমি চিল্লায়া চিল্লায়া বলি, কোন গবেট নষ্ট করছে আমার বাসার গলি। প্রতিদিন চেচামেচি পড়শির সাথে, ধন্য হতাম যদি লাভ হতো তাতে। আরে বাবা এক কথা কত দিন বলি, আমার গলিটা নয় ময়লার ঝুলি। ময়লা ঝুলিতে ভরে যথাস্থানে রাখা, ইহা অতি সাধারন লাগেনা তা শেখা।

রাস্তার পাশে আছে ডাস্টবিন রাখা, ময়লা তার আশপাশে ভিতরটা ফাঁকা। সেদিন হাটছিলাম উদাস মনে, জরূরী কথা কিছু চলছিল ফোনে। হাঠাৎ মেজাজ গেলো সপ্তমে চড়ে, কলার বাকল এসে পড়লো ঘাড়ে। থুথু ফেলে বাটি ফেলে আরো ফেলে হাড়ি, জানেনা না কি তারা পথে হাটে পথচারী? চিৎকার চেচামেচি রাস্তার মাঝ, (একগাল হেসে!!) ভাই এ মোদের দুষ্টু বাবুটার কাজ। উর্ধ্বপানে চেয়ে যায় না তো চলা, নিচে আছে ম্যানহোল ঢাকনাটা খোলা।

সব শেষে শোন বলি একটাই কথা, সকলেরই প্রয়োজন সচেতনতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।