আমাদের কথা খুঁজে নিন

   

কিছু আজেবাজে কথা

আমি প্রকৃতির চির অনাসৃষ্টি

আসলেই আমরা অনেক বেশি রাজনীতি সচেতন। সারাটা দিন শুধু বি এন পি,জামায়াত,আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকি। চলতে থাকে আলোচনা-সমালোচনা,লেখা-জোখা,তর্ক,এমন কি মারামারি ও। এ খারাপ,সে খারাপ। আর সরকার তো কখনোই ভাল থাকার কথা না।

বি এন পি ক্ষমতায় আসলে, তারা খারাপ। আওয়ামী লীগ আসলে, তারা খারাপ। পূর্বের ৫টা বছর বেমালুম ভুলে যাই। দূর্নীতি নিয়ে কথা বললে তো তা থামবার নয়। কে খারাপ কে ভাল,আমার বলবার বিষয় তা নয়।

আমি শুধু নিজেকে জানতে চাই। জানতে চাই নিজের স্বচ্ছতা। আমি কতটা পরিশুদ্ধ?আমি কোন অন্যায়,দূর্নীতি করছিনা তো? এমন কি কেউ আছেন?বুকে হাত দিয়ে বলুন তো আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আদর্শ ধারন করেন না?কোন একটা দলের নাম শুনলে আপনার ভিতরে কেমন কেমন করে ওঠে না?জাতীয় সংসদ নির্বাচন এ না ভোট দিয়েছিলেন?কেন দেন নি?আসলে মূল কথাটা হল আমরা সকলে কোন না কোন দল্ কে আমাদের সমর্থন দিয়ে যাই আর এখানে সেখানে রাজনীতির সমালচনা করি। রাজনীতি আমাদের রক্তে। বি এন পি, লীগ, জামায়াত আমাদের শিরায় শিরায়।

আমরাই লীগ আমরাই বি এন পি আমরাই জামাত। আমরাই ভূত আমরাই সরিষা। দেশের মূল দূর্নীতিবাজ আমরাই। মুখে অনেক কথা বললেও ঠিক সরকারি চাকুরিটির পিছে কিন্তু ঘুরছি। সুযোগ পেলে কখনো ছেরে দিচ্ছি না একটি ছোট শিকি ও।

কোথাও কম দিতে,ঘুষ নিতে,পন্যের দাম বাড়াতে,সন্ত্রাস করতে,পরিচয় ব্যবহার করতে,এরা কারা?এরা তো আমরাই। আমরা যদি সাংসদ/মন্ত্রী হতাম তবে কি আমরাও তাদের পথ অনুসরন করতাম না। আর আমরা যদি খারাপ নাই হই তবে এত অত্যাচার এর পর ও তারা কেন ফিরে ফিরে আসছে। আসলে আমরা শুধু কথাই বলতে পারি আর নিজেকে জাহির করতে পারি। এর মূল কারন হতে পারে আড্ডা জমানো অথবা নিজেকে ‘জান্তা’ তথা বুদ্ধিজীবি প্রমানিত করা।

কিন্তু ভেতরটা সবার ই আমাদের এক। আমরা সবাই দূর্নীতি বাজ। না হলে তারা আমাদের প্রতিনিধি তারা হয় কিভাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।