আমাদের কথা খুঁজে নিন

   

আজেবাজে ভাষার ব্যবহার নিয়ে কিছু কথা

মমমমমম কিছু কথা না বলেই না। অনেকদিন ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি ব্লগে খুব বেশি নতুন না আবার খুব যে পুরাতন তাও নয়। আমি কিছু মানুষের মত প্রতিদিন কোন লেখা লিখি না। কারন একটা লেখা লেখার মত যথেষ্ট উপাদান না থাকলে লিখে কোন লাভ হয় না।

বগ্ল একটা সামজিক জায়গা যেখানে মানুষ তাদের নিজস্ব মতামত তুলে ধরবে। যে কোন দল মতের মানুষই বল্গে থাকতে পারে। বল্গে যারা নিজের সময় ব্যয় করে নানা জিনিস তুলে ধরে তারা কিছু থাক আর নাই থাক কিছুটা যে বুদ্ধি বিবেক আছে সেটা অগ্রাহ্য করা যাবে না। আমাদের বর্তমান সময়ে বগ্লের গুরুত্ব দিন দিন বাড়ছে বই কমছে না। এমনকি অনেক ঘটনা ও বিশ্লেষন আগে বল্গে আসছে তারপর প্রত্রিকার পাতায় আসতেছে।

সমাজকে বদলে দেবার জন্য ব্লগার রা দিন রাত লিখে চলেছে। সরকারের সমালোচনা থেকে শুরু করে সমাজে ঘটে চলা নানা বিষয় এখন বগ্লে আলোচিত হচ্ছে যা আমাদের জন্য পজেটিভ ব্যাপার। আমি নানা সময় নানা বিষয় নিয়ে লিখেছি, অনেক মানুষের কথা শুনেছি তারপর ও আমি আমার মত লিখে গেছি। আমরা যারা পরিবর্তন এর জন্য কাজ করে চলেছি তারা নিজেদের সময় ও অর্থ ব্যয় করে মাথা নষ্ট করে চলেছি। এতে আমার কোন রাগ বা ক্ষোভ নেই।

কিন্তু আমার প্রশ্ন সকল ব্লগারের কাছে , আমাদের নিজদের ভাষা কি পরিবর্তন হওয়া দরকারি কিনা? আজকাল প্রায়ই দেখছি যে কিছু মানুষ আজে বাজে ভাষা ব্যবহার করে অন্যের লেখায় মন্তব্য করে চলেছে। ইদানিংকার কিছু মানুষ এত বাজে ভাষায় একে অন্যকে আক্রমন করে যে তা মুখে আনতেও লজ্জা লাগে। একটা সামাজিক জায়গায় মানুষ কি করে এত খারাপ ভাষা ব্যবহার করতে পারে তা আমার জানা নেই। কেউ জানলে বলবেন কি। খারাপ গালাগালি ব্যবহার করে কি আমরা আমাদের দৈন্যতার পরিচয় দিচ্ছি না? এর মাধ্যমে আমরা যে আসলে এখনো সেই বর্বর যুগে হয়ে গেছি।

বগ্লে মানুষ একে অন্যকে সম্মান করে কথা বলবে সবাই সবার লেখার সুন্দর সমালোচনা করবে। ভাষা হবে ভদ্র ও মার্জিত। খারাপ ভাবে কাউকে আক্রমন করা কোন ভদ্র মানুষের ব্যবহার হতে পারে না। কিছু মানুষ বগ্লে এই ধরনের কার্যক্রম করে বগ্লের সুনাম নষ্ট করে চলেছে। দিনের পর দিন এই ধরনের কাজ মানুষকে হতাশ করে চলেছে।

আমি জোর গলায় এর প্রতিবাদ জানায়। মড়ারেটরদের এই ব্যাপারে সচেতন হতে হবে। আর আমারা যদি নিজেরা নিজেদের ভাষা তথা ভিতরের পশুকে বশ কতে না পারি তাহলে অন্যকে কিভাবে সচেতন করে তুলব। আমি যে নিজের জন্য বলেছি সেটা নয় আমি সবার জন্য বলছি যে আসুন আমরা এই সব অভদ্র মানুষদের প্রতিহত করি যারা আজেবাজে ভাষা ব্যবহার করে বগ্লের পরিবেশ তথা অন্য কে অপমান করে চলেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।