আমাদের কথা খুঁজে নিন

   

বিস্বাস

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা

এখন দুপুর চুপ করে বসে ভাবছি.। ..। জীবন কি ? জীবন বোধ কি জিনিস । কত বিস্বাস এ একটি ছেলে আর একটি মেয়ে ঘর বাধেঁ। সময় যায় তাদের ভালবাসার মিলনে আসে সন্তান।

একেই ছাদের নিচে দুটি মানব মানবী জীবন পার করে দেয় । বিবাহত্তর জীবনে মানসিকতায় তারা একেই ভাবে বেড়ে উঠে না যখন দুজন এটা বোঝে তখনেই শুরু অশান্তি.র। মানুস হয়ে জন্মেছে বলেই মন আছে আর মন আছেই বলেই এটা সইতে হয় কত বিস্বাসে তারা ঘর বেঁধেছিল কিন্তু তবুও ভেঙ্গে পরে না ভেঙ্গে জায় না। ওই মেয়েটি জানেই না ছেলেটি কি করে বা জানলেও কিছু করার থাকে না সমাজ জানলেও মানবে না । আর মেয়েটি সত কস্টেও চুপ করে থাকবে.।

.। তার সন্তান এর একটা নিরাপদ জীবন এর জন্য। এখন যুগ পাল্টেছে । পাল্টেছে সময়। এখন মেয়েটি ইচ্ছে করলেই পারে ছেলেটি কে ছেড়ে চলে যেতে এ ভাঙ্গন কি রোধ করা যায় না? আমরা কি দিতে পারিনা ওই নিশ্বপাপ শিশুদের সুন্দর একটা ভবিস্যত ? আর জীবন বহমান নদী কেবল বাক পালটায় ।

আজ কেবলেই ভাবছি এসব.। .। .। .। .।

.। .। .।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।