আমাদের কথা খুঁজে নিন

   

প্রসূতির পেটে তোয়ালে ও ব্যান্ডেজ রেখে অপারেশন সম্পন্ন

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

ঘটনার মূল হোতা কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ মৌলিনি রানী কুন্ডু। ঘটনার শিকার কোহিনুর আক্তার। গত ৩ জুলাই তারিখে কুমিল্লার লাকসাম রোডের সেন্ট্রাল হাসপাতালে অপারেশনের মাধ্যমে তিনি বাচ্চা প্রসব করেন। বাসায় চলে যাবার পর তার পেটে ব্যথা বাড়তেই থাকে ।

গত ১৯ তারিখে তাকে ল্যাব এইড হাসপাতালে দ্বিতীয় দফা অপারেশান করলে তার পেট থেকে একটি তোয়ালে, ব্যান্ডেজ ও পুঁজ হয়। খবরটি এসেছে আজকের দৈনিব ভোরের কাগজে। সকাল বেলা এমন একটা খবরে একজন সুস্থ মানুষের মনে যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তা বলাই বাহুল্য। সাথে সাথে মনটা বিষিয়ে যায় ঐ সমস্ত দায়িত্ব-জ্ঞানহীন ডাক্তারদের প্রতি। সেবা প্রধান এই পেশাটার প্রতি চরম উদাসীনতা দেখিয়ে যে সমস্ত ডাক্তাররা রুগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে আমার মতে তাদের ডাক্তারী লাইসেন্স বাতিলসহ আরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনও উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। গ্রাম বা মফস্বল এলাকার মানুষেরা তো রুগের চরম মুহূর্ত ছাড়া ডাক্তারের কাছে যাওয়ার কথা চিন্তাই করেনা। সেটা হতে পারে আর্থিক কারণে অথবা অজ্ঞতার কারণে। এরপরও বিপদে পদে যখন তারা ডাক্তারের শরণাপন্ন হয় তখন যদি এই ধরনের সেবা পায় কোন ডাক্তারের কাছ থেকে তখন ডাক্তার নামক পেশাজীবী লোকগুলো সম্পর্কে তাদের মনে মারাত্মক ভীতির সৃষ্টি হয়। এর বিরূপ প্রতিক্রিয়া পড়ে সবার মনে।

আর বাংলাদেশে এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। ডাক্তারদের অবহেলার কারণে রুগীর মৃত্যু বা এই জাতীয় ঘটনা অহরহই ঘটছে এবং কি এক অদৃশ্য কারণে পারও পেয়ে যাচ্ছে এসব ডাক্তার নামধারী দায়িত্ব-জ্ঞানহীন ব্যক্তিগুলো। আমরা চাই আরও কোন এই ধরনের অনাকাংখিত ঘটনা যেন না ঘটে। সেজন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এখনই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.