আমাদের কথা খুঁজে নিন

   

একটি দশ মিনিটের চাকরি(বেতন ফ্রি ): সার্চিংয়ে অভিজ্ঞগণ অগ্রাধিকারযোগ্য!

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

পুরাই ফাও পোস্ট। অনেকদিন ব্লগে না আসতে আসতে অভ্যাসই গেসে খারাপ হৈয়া। আগে পোস্ট দেওনের লাইগা টপিকসের অভাব আসিল না, আর অহন যে কী আকাল পরল আমার, পেটে বোম(ঘুষি/কিল[আইনশৃংখলা বাহিনীর ব্লগারগণ ভুল বুঝিবেন না ]) মারলেও টপিকস বাইর হইতে চায় না। যাই হোক, আপাতত একখান চাকরি দেই আপনেগোরে। বুঝতে পারতাসি, এই পোস্টে যারা এট লিস্ট একবার ক্লিকাইবেন, হ্যারা "-"খচিত বাটনটিতেও খোঁচা মারিয়া যাইবেন নির্দ্ধিধায়।

লেকিন কী আর করুম? একখান বই এর ফ্রি(গরিব দেশের আরও গরিব ছাত্র, ফটোকপি কিনারও পয়সা নাই) ডাউনলোড লিংকু দরকার আসিল, গুগলাইলাম বহুত, বাট ইন ভেইন। সো, আপনের জব রেসপনসিবিলিটি হৈল আমারে Computer Networks & Internet by Douglas E Comer বইটার লিঙ্কু বাইর কৈরা দেওন লাগব। বেতন যেহেতু ফ্রি, সেইহেতু কিসু করনের নাই, আপসে একখান মাইনাস নগদে মাইরা আমার এসেট বাড়ায়া দিয়া যান গা। দয়াপরবশ হৈলে, আউর আগার আপকে পাস কাফি ওয়াক্ত হ্যায়, তো একখানা বিষময় মন্তব্যও প্রদান করিতে পারেন, মাইন্ডামুনা-প্রমিজাইলাম। গরীবের পেটে লাত্থি পড়েই।

আমি বুঝি না, হেগো(সম্মানিত গ্রন্থস্বত্ত্বাধিকরীগণ) সমস্যটা কী কিসু পিডিএফ ফ্রি ডাউনলোড করবার দিলে? এত টাকা লৈয়া কী হ্যারা কবরে যাইব?? যাউকগা, ভাই সকল, ফাও একখান চাকরি কৈরা দেশের একজন ভবিষ্যৎ সম্ভাবনাময় তরুণকে ২৫০ টাকা বাঁচানোর মহান দায়িত্ব পালন করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.