আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে আবারো খ্রিস্টান-মুসলিম দাঙ্গা, নিহত ১

দেশটির দ্বিতীয় শহরে একটি চার্চের বাইরে শুক্রবার রাতে এই সহিংসতার ঘটনা ঘটে বলে দেশটির আল-আহরাম সংবাদপত্র জানিয়েছে।
খ্রিস্টান ও মুসলিম দুই যুবকের মধ্যে পারিবারিক বিরোধের জেরে দেশটির পশ্চিমাঞ্চলীয় আলেক্সান্দ্রিয়ায় এই সহিংসতার ঘটনা ঘটে।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগ পর্যন্ত দুইপক্ষই পরস্পরের বিরুদ্ধে আগুনবোমা(ফায়ারবোমস)ছুঁড়ে মারে। পুলিশ চার্চটিকে কর্ডন করে রেখেছে।
সহিংসতার ২ ঘণ্টা পর পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে বলে নিরাপত্তাসূত্র জানিয়েছে।
গত জুনে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুরসি নির্বাচিত হওয়ার পর থেকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত মিশরে খ্রিস্টান-মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী। প্রায় সাড়ে ৮ কোটি জনসংখ্যার এই দেশটিতে মুবারকের পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
গতমাসে খ্রিস্টান-মুসলিম সংঘর্ষে নিহত চার খ্রিস্টানের অন্ত্যেষ্টিক্রিয়ার পর কায়রোর এক চার্চে সাম্প্রদায়িক সহিংসতায় অন্ততপক্ষে পাঁচজন নিহত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।