আমাদের কথা খুঁজে নিন

   

হুজুর পাক (সাঃ)- এর অতি জুরুরী একটি হাদীছ

আর যারা পরকালে বিশ্বাস করে না তারা নিঃসন্দেহ পথ থেকে তো বিপথগামী। (২৩-৭৪)

হুজুর পাক (সাঃ)- এর অতি জুরুরী একটি হাদীছ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন - আমরা দশজন লোক রাসূল (সাঃ) - এর দরবারে উপস্থিত ছিলাম তখন তিনি বললেন, পাঁচটি কাজ এতো মারাত্নক যে, আমি তা থেকে আল্লাহর নিকট পানাহ চাই, তোমরা তার কাছেও যেও না । কাজ পাঁচটি হল - ১। যখন কোন সমাজে প্রকাশ্যভাবে নির্লজ্জ কাজ চলতে থাকবে, তখন তাদের মাঝে প্লেগ ইত্যাদি মহামারী দেখা দিবে । এমন নতুন নতুন রোগ দেখা দিবে যেগুলো তাদের পূর্বপুরুষগণ দেখে নাই।

২। যখন কোন সমাজে ওজন কম দেয়ার প্রথা প্রচলিত হবে তখন তাদের মাঝে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দিবে। ৩। যখন কোন সমাজের লোকেরা যাকাত দেয়া বন্ধ করে দিবে, তখন আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়া হবে। পৃথিবীতে অন্যান্য মাখলুক না থাকলে এ সমস্ত পাপীদের কারণে আদৌ বৃষ্টি দেয়া হতো না।

৪। যখন কোন জাতি বিশ্বাসঘাতকতা করবে, ৫। যখন কোন জাতি অঙ্গিকার ভঙ্গ করবে তখন আল্লাহতায়ালা তাদের উপর নিজ শত্রুকে জয়ী করে দিবেন। তারা বলপূর্বক তাদের সম্পদ লুন্ঠন করে নিবে। (ইবনে মাজাহ) আল্লাহুতায়ালা আমাদের কে এই হাদীছে উপর আমল করার তৌফিক দান করুক (আমীন)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।