আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কিভাবে পাবেন

একজন নগন্য মানব।

প্রথমে আপনাকে সোনালি ব্যাংকে টাকা জমা দিতে হবে। জনপ্রতি ফি হলো ২৫০ টাকা। সোনালি ব্যাংকের চালান নং ১ ২২০১ ০০০১ ২৬৮১ তে টাকা জমা করতে হবে। সবার টাকা একসাথে বা আলাদা আলাদা ভাবে জমা দেয়া যায়।

চালান ফর্ম এই ওয়েব সাইট থেকে পাবেনঃ Click here । প্রথম ঘরে লিখতে হবে টাকা জমাদানকারীর নাম ও ঠিকানা। দ্বিতীয় ঘরে যাদের যাদের ক্লিয়ারেন্স লাগবে তাদের নাম ও ঠিকানা লিখবেন। এর পরের ঘরে লিখবেন পুলিশ ক্লিয়ারেন্স, তার পরের ঘরে ‘নগদ’ কথাটি লিখবেন এবং শেষ ঘরে লিখবেন জমাকৃত টাকার পরিমান। এরপর চালান ফর্মটি তিন কপি করে ব্যাংকে নিয়ে টাকা জমা দিয়ে আসবেন।

আপনার কপিটি সংরক্ষন করবেন। এর পর আবেদনপত্রটি লিখতে হবে। আবেদনটি এভাবে লিখুনঃ বরাবর পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা বিষয়ঃ পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন জনাব, সবিনয় নিবেদন এই যে আমার/আমাদের ... “নাম” , “ঠিকানা”, “পাসপোর্ট নং” ... অমুক দেশে অমুক কাজে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন। তাই ... blah blah বিনীত নাম মোবাইল নং এর পর এই এপ্লিকেশনের সাথে পাসপোর্টের ফটোকপি আর চালানপত্রটি জমা দিতে হবে। যদি আপনার পাসপোর্টটি মেশিন রিডেবল হয় তাহলে সাথে জন্ম সনদপত্র, কমিশনারের সার্টিফিকেটও লাগবে।

সাধারনত আবেদন করার ২ সপ্তাহের মধ্যেই ভেরিফিকেশন রিপোর্ট পাওয়া যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.