আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচতে শেখা

|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|

মনখারাপ হলে খিড়কীর শেষটায় বাধিগাছের আড়ালে ছোটরা যেখানে কাগজে আঁঠা লাগিয়ে পতাকা উড়ায় রংধনু মেঘ দেখে প্রাণ কেঁদে উঠে এতরং কিভাবে ধুয়ে নিতে পারে! হাতটা কোলের উপর রেখে চোখটা বাবুইর বাসায় মা পোকা খাওয়ায় ছানাটাকে বাতাসের দোলে তাল হারায় না বাবুই এক বিন্দু বেদনায় বিষাদ সিন্ধু আমি শোকে পাথর হওয়ার মত এত আদরের তবু পরের ঘরের পরি অশ্রু শুকানোর আগেই, যা দেরি কিসের মানুষের মন, রংধনুমেঘ, ভয়াল সুন্দর! মনখারাপ হলে গাঙ্গপাড়ের কাশবন দেখি বাতাসে দুলতে দুলতে নদীগর্ভে গুম একদিন হাসতে হাসতে বাঁচতে শিখবো মেঘ বাবুই পরি কিংবা কাশের মত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।